মোদি-মাস্ক ফোনালাপ: প্রযুক্তি ও উদ্ভাবনে যৌথ সহযোগিতার ঘোষণা

- আপডেট সময় ০৪:০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং টেসলা ও স্পেসএক্সের সিইও ইলন মাস্কের মধ্যে শুক্রবার (১৮ এপ্রিল) গুরুত্বপূর্ণ টেলিফোনিক আলোচনা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এই কথোপকথনে ভারত-মার্কিন প্রযুক্তি ও উদ্ভাবন ভিত্তিক সহযোগিতা জোরদারের বিষয়টি প্রাধান্য পেয়েছে।
আলোচনা শেষে এক্স (পূর্বতন টুইটার) প্ল্যাটফর্মে পোস্ট করে মোদি লিখেছেন, *”ইলন মাস্কের সঙ্গে প্রযুক্তি, উদ্ভাবন এবং ভারতের সম্ভাবনা নিয়ে উৎপাদনমূলক আলোচনা হলো।
গত জানুয়ারিতে ওয়াশিংটনে আমাদের সাক্ষাতের আলোচ্য বিষয়গুলোও আমরা পুনর্বিবেচনা করেছি।”* প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে ভারত প্রযুক্তি খাতে মার্কিন কোম্পানিগুলোর জন্য উন্মুক্ত এবং এ ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ওয়াশিংটনের ব্লেয়ার হাউসে মোদি-মাস্কের প্রথম সরাসরি সাক্ষাৎ হয়েছিল। বর্তমান আলোচনা এমন এক সময়ে হলো যখন মার্কিন-চীন বাণিজ্যযুদ্ধ তীব্র আকার ধারণ করেছে।
এদিকে আগামী সপ্তাহে (২১ এপ্রিল) মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স চার দিনের সফরে ভারতে আসছেন। বিবিসি জানায়, তার এই সফরে মোদির সঙ্গে অর্থনৈতিক, বাণিজ্যিক ও ভূ-রাজনৈতিক ইস্যুতে আলোচনা অনুষ্ঠিত হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, এই সফর দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হবে।
মাস্কের টেসলা ও স্পেসএক্সের মতো কোম্পানিগুলো ইতিমধ্যেই ভারতের প্রযুক্তি ও মহাকাশ খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, মোদি-মাস্ক আলোচনা ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ ও ‘ডিজিটাল ইন্ডিয়া’ উদ্যোগকে গতিশীল করতে পারে।