০১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

আওয়ামী লীগের ‘ঝটিকা মিছিল’ বেড়েছে: নেতাকর্মীরা সক্রিয়

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৫:৩৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • / ১২ বার পড়া হয়েছে

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকারের পতনের পর দলটির সভাপতি শেখ হাসিনা ও শীর্ষ নেতারা দেশের বাইরে অবস্থান করেছেন। অনেক নেতা আটক রয়েছেন কারাগারে ।

ডিসেম্বর পর্যন্ত আওয়ামী লীগ প্রকাশ্যে তেমন কোনো কর্মসূচি পালন করতে পারেনি। তবে এ বছর থেকে দলটি আবার মিছিল শুরু করেছে। সম্প্রতি তাদের ‘ঝটিকা মিছিল’ বেড়েছে।

রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যানার ও মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শুক্রবার (১৮ এপ্রিল) উত্তরায় আওয়ামী লীগের একটি মিছিল হয়েছে, যেখানে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করা হয়। একই দাবিতে যাত্রাবাড়ী, ডেমরা ও কদমতলীতে মিছিল হয়েছে।

এসব  মিছিল থেকে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করা হয়।

এর আগে গতকাল (১৭ এপ্রিল) চট্টগ্রামে মুজিবনগর দিবস উপলক্ষে মিছিল করে যুবলীগ। গত মঙ্গলবার রামপুরায় এবং ৬ এপ্রিল গুলিস্তানে ঝটিকা মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। গুলিস্তানের মিছিলে একজনকে আটক করে পুলিশ।

দলের ফেসবুক পেজ থেকে এসব মিছিলের ভিডিও প্রকাশ করা হচ্ছে, যা দেখে বোঝা যাচ্ছে, আগের তুলনায় নেতাকর্মীদের অংশগ্রহণ বাড়ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আওয়ামী লীগের ‘ঝটিকা মিছিল’ বেড়েছে: নেতাকর্মীরা সক্রিয়

আপডেট সময় ০৫:৩৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকারের পতনের পর দলটির সভাপতি শেখ হাসিনা ও শীর্ষ নেতারা দেশের বাইরে অবস্থান করেছেন। অনেক নেতা আটক রয়েছেন কারাগারে ।

ডিসেম্বর পর্যন্ত আওয়ামী লীগ প্রকাশ্যে তেমন কোনো কর্মসূচি পালন করতে পারেনি। তবে এ বছর থেকে দলটি আবার মিছিল শুরু করেছে। সম্প্রতি তাদের ‘ঝটিকা মিছিল’ বেড়েছে।

রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যানার ও মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শুক্রবার (১৮ এপ্রিল) উত্তরায় আওয়ামী লীগের একটি মিছিল হয়েছে, যেখানে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করা হয়। একই দাবিতে যাত্রাবাড়ী, ডেমরা ও কদমতলীতে মিছিল হয়েছে।

এসব  মিছিল থেকে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করা হয়।

এর আগে গতকাল (১৭ এপ্রিল) চট্টগ্রামে মুজিবনগর দিবস উপলক্ষে মিছিল করে যুবলীগ। গত মঙ্গলবার রামপুরায় এবং ৬ এপ্রিল গুলিস্তানে ঝটিকা মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। গুলিস্তানের মিছিলে একজনকে আটক করে পুলিশ।

দলের ফেসবুক পেজ থেকে এসব মিছিলের ভিডিও প্রকাশ করা হচ্ছে, যা দেখে বোঝা যাচ্ছে, আগের তুলনায় নেতাকর্মীদের অংশগ্রহণ বাড়ছে।