০১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

কিশোরগঞ্জের ভৈরবে গ্রাম্য সংঘর্ষে ১ নিহত, নিয়ন্ত্রণে যৌথবাহিনী

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৫:৪৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • / ১৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় দুই গ্রামীণ গোষ্ঠীর সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও কয়েকজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি মিজান (৪১) সুলেমানপুর গ্রামের বাসিন্দা ও ডেকোরেশন ব্যবসায়ী ছিলেন।

শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১১টার দিকে ভবানীপুর ইউনিয়নের সুলেমানপুর এলাকায় এ সংঘর্ষ ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মৌটুপী গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে গত বুধবার রাতে বাদশা মিয়া (এক পক্ষের নেতা) ও মিজান মিয়ার (অন্য পক্ষ) মধ্যে তর্কাতর্কি হয়।

বিষয়টি নিষ্পত্তির জন্য সালিশি বৈঠক চলাকালে হঠাৎ সংঘর্ষ বেধে যায়। বাদশা মিয়ার সমর্থকরা মিজান মিয়ার বাড়িতে হামলা চালালে উভয় পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে গুরুতর আহত মিজানকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মেহেদি হাসান তাকে মৃত ঘোষণা করেন।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, ঘটনাস্থলে যৌথবাহিনী দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কিশোরগঞ্জের ভৈরবে গ্রাম্য সংঘর্ষে ১ নিহত, নিয়ন্ত্রণে যৌথবাহিনী

আপডেট সময় ০৫:৪৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় দুই গ্রামীণ গোষ্ঠীর সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও কয়েকজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি মিজান (৪১) সুলেমানপুর গ্রামের বাসিন্দা ও ডেকোরেশন ব্যবসায়ী ছিলেন।

শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১১টার দিকে ভবানীপুর ইউনিয়নের সুলেমানপুর এলাকায় এ সংঘর্ষ ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মৌটুপী গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে গত বুধবার রাতে বাদশা মিয়া (এক পক্ষের নেতা) ও মিজান মিয়ার (অন্য পক্ষ) মধ্যে তর্কাতর্কি হয়।

বিষয়টি নিষ্পত্তির জন্য সালিশি বৈঠক চলাকালে হঠাৎ সংঘর্ষ বেধে যায়। বাদশা মিয়ার সমর্থকরা মিজান মিয়ার বাড়িতে হামলা চালালে উভয় পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে গুরুতর আহত মিজানকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মেহেদি হাসান তাকে মৃত ঘোষণা করেন।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, ঘটনাস্থলে যৌথবাহিনী দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।