০১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে একমত বাংলাদেশ-পাকিস্তান

করাচি-চট্টগ্রাম সরাসরি নৌযান চলাচলকে স্বাগত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৫:৫০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • / ২০ বার পড়া হয়েছে

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ১৫ বছর পর অনুষ্ঠিত হলো পররাষ্ট্রসচিব পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক। বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্ত করার ব্যাপারে একমত হয়েছেন দুই পক্ষ।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে দুই দেশ করাচি ও চট্টগ্রামের মধ্যে সরাসরি নৌযান চলাচল শুরু করার উদ্যোগকে স্বাগত জানিয়েছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে আকাশপথে সরাসরি ফ্লাইট চালুর প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়। এছাড়া ভ্রমণ ও ভিসা প্রক্রিয়া সহজ করার অগ্রগতিতেও সন্তোষ প্রকাশ করেছে উভয় দেশ।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মো. জসিম উদ্দিন এবং পাকিস্তানের পক্ষে ছিলেন পররাষ্ট্রসচিব আমনা বালুচ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকটি হয়েছে বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক পরিবেশে।

বৈঠকে রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা, সংস্কৃতি ও কৌশলগত সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন ও জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরা হয়।

সম্প্রতি নিউইয়র্ক, কায়রো, সামোয়া ও জেদ্দায় উচ্চপর্যায়ের যেসব বৈঠক হয়েছে, সেগুলো দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ইতিবাচক ভূমিকা রেখেছে বলেও জানায় পাকিস্তান।

দুই পক্ষ বাণিজ্য, কৃষি, শিক্ষা ও যোগাযোগ বাড়াতে চুক্তি দ্রুত চূড়ান্ত করার বিষয়ে একমত হয়। পাকিস্তান তাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পড়াশোনার সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে।

বাংলাদেশও মৎস্য ও সামুদ্রিক খাতে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দিয়েছে। পাকিস্তানের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বৃত্তির প্রস্তাবের জন্য বাংলাদেশ কৃতজ্ঞতা জানিয়েছে এবং শিক্ষা খাতে আরও সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছে।

বৈঠকে ক্রীড়া, গণমাধ্যম ও সংস্কৃতি নিয়ে নতুন সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের দিকেও আলোচনা হয়। দুই দেশ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর কার্যক্রম পুনরুজ্জীবিত করার পক্ষে মত দিয়েছে।

পাকিস্তান কাশ্মীর ইস্যুতে জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী শান্তিপূর্ণ সমাধান চায় বলে বৈঠকে জানিয়েছে। এছাড়া গাজায় ইসরায়েলি হামলা ও মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়েছে উভয় পক্ষ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে একমত বাংলাদেশ-পাকিস্তান

করাচি-চট্টগ্রাম সরাসরি নৌযান চলাচলকে স্বাগত

আপডেট সময় ০৫:৫০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ১৫ বছর পর অনুষ্ঠিত হলো পররাষ্ট্রসচিব পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক। বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্ত করার ব্যাপারে একমত হয়েছেন দুই পক্ষ।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে দুই দেশ করাচি ও চট্টগ্রামের মধ্যে সরাসরি নৌযান চলাচল শুরু করার উদ্যোগকে স্বাগত জানিয়েছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে আকাশপথে সরাসরি ফ্লাইট চালুর প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়। এছাড়া ভ্রমণ ও ভিসা প্রক্রিয়া সহজ করার অগ্রগতিতেও সন্তোষ প্রকাশ করেছে উভয় দেশ।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মো. জসিম উদ্দিন এবং পাকিস্তানের পক্ষে ছিলেন পররাষ্ট্রসচিব আমনা বালুচ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকটি হয়েছে বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক পরিবেশে।

বৈঠকে রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা, সংস্কৃতি ও কৌশলগত সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন ও জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরা হয়।

সম্প্রতি নিউইয়র্ক, কায়রো, সামোয়া ও জেদ্দায় উচ্চপর্যায়ের যেসব বৈঠক হয়েছে, সেগুলো দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ইতিবাচক ভূমিকা রেখেছে বলেও জানায় পাকিস্তান।

দুই পক্ষ বাণিজ্য, কৃষি, শিক্ষা ও যোগাযোগ বাড়াতে চুক্তি দ্রুত চূড়ান্ত করার বিষয়ে একমত হয়। পাকিস্তান তাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পড়াশোনার সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে।

বাংলাদেশও মৎস্য ও সামুদ্রিক খাতে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দিয়েছে। পাকিস্তানের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বৃত্তির প্রস্তাবের জন্য বাংলাদেশ কৃতজ্ঞতা জানিয়েছে এবং শিক্ষা খাতে আরও সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছে।

বৈঠকে ক্রীড়া, গণমাধ্যম ও সংস্কৃতি নিয়ে নতুন সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের দিকেও আলোচনা হয়। দুই দেশ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর কার্যক্রম পুনরুজ্জীবিত করার পক্ষে মত দিয়েছে।

পাকিস্তান কাশ্মীর ইস্যুতে জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী শান্তিপূর্ণ সমাধান চায় বলে বৈঠকে জানিয়েছে। এছাড়া গাজায় ইসরায়েলি হামলা ও মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়েছে উভয় পক্ষ।