ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫

২০২৩ সালে কর ফাঁকির কারণে রাজস্ব ক্ষতি ২.২৬ লাখ কোটি টাকা: সিপিডি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৪:১৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • / ২৬২ বার পড়া হয়েছে

২০২৩ সালে কর ফাঁকির কারণে বাংলাদেশে মোট ২ লাখ ২৬ হাজার ২৩৬ কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে। এর মধ্যে প্রায় ৫০% ক্ষতি হয়েছে করপোরেট কর ফাঁকির মাধ্যমে, যার পরিমাণ প্রায় ১ লাখ ১৩ হাজার ১১৮ কোটি টাকা।

সোমবার সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। গবেষণায় দেখা গেছে, গত এক দশকে কর ফাঁকির পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে—২০১২ সালে ৯৬ হাজার ৫০৩ কোটি টাকা এবং ২০১৫ সালে ১ লাখ ৩৩ হাজার ৬৭৩ কোটি টাকা রাজস্ব হারানো হয়েছে।

সিপিডির মতে, উচ্চ কর হার, প্রশাসনিক দুর্বলতা, জটিল কর আইন ও দুর্নীতিই কর ফাঁকি বাড়ার মূল কারণ। এতে সৎ করদাতাদের ওপর চাপ বাড়ছে এবং রাজস্ব আদায়ে ব্যাপক ঘাটতি দেখা দিচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশে বহুজাতিক কোম্পানির বিনিয়োগ বাড়বে। তাই কর ফাঁকি রোধে কার্যকর নীতি ও প্রাতিষ্ঠানিক সংস্কার জরুরি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

২০২৩ সালে কর ফাঁকির কারণে রাজস্ব ক্ষতি ২.২৬ লাখ কোটি টাকা: সিপিডি

আপডেট সময় ০৪:১৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

২০২৩ সালে কর ফাঁকির কারণে বাংলাদেশে মোট ২ লাখ ২৬ হাজার ২৩৬ কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে। এর মধ্যে প্রায় ৫০% ক্ষতি হয়েছে করপোরেট কর ফাঁকির মাধ্যমে, যার পরিমাণ প্রায় ১ লাখ ১৩ হাজার ১১৮ কোটি টাকা।

সোমবার সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। গবেষণায় দেখা গেছে, গত এক দশকে কর ফাঁকির পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে—২০১২ সালে ৯৬ হাজার ৫০৩ কোটি টাকা এবং ২০১৫ সালে ১ লাখ ৩৩ হাজার ৬৭৩ কোটি টাকা রাজস্ব হারানো হয়েছে।

সিপিডির মতে, উচ্চ কর হার, প্রশাসনিক দুর্বলতা, জটিল কর আইন ও দুর্নীতিই কর ফাঁকি বাড়ার মূল কারণ। এতে সৎ করদাতাদের ওপর চাপ বাড়ছে এবং রাজস্ব আদায়ে ব্যাপক ঘাটতি দেখা দিচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশে বহুজাতিক কোম্পানির বিনিয়োগ বাড়বে। তাই কর ফাঁকি রোধে কার্যকর নীতি ও প্রাতিষ্ঠানিক সংস্কার জরুরি।