শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে স্লোগানে ঝটিকা মিছিল

- আপডেট সময় ০৫:১০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
- / ২৬৫ বার পড়া হয়েছে
‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ স্লোগানে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঝটিকা মিছিল করেছেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর নয়াবাড়ি অংশে সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে এই বিক্ষোভ করা হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ- সার্কেল) আসিফ ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন। ৫ আগস্ট পরবর্তীতে সোনারগাঁয়ে এই প্রথম প্রকাশ্যে আওয়ামী লীগের ব্যানারে কোনো কর্মসূচি করতে দেখা গেছে। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটি অস্পষ্ট হওয়ায় বিক্ষোভকারীদের কাউকে চেনা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে ছাত্রলীগ এই বিক্ষোভ মিছিল করেছে।
এ বিষয়ে বক্তব্য নিতে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমানকে মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি কলটি রিসিভ করেননি।
অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) আসিফ ইমাম বলেন, আজ সকালে আওয়ামী লীগের ব্যানারে ছাত্রলীগ একটি মিছিল করেছে। ভিডিও ঘোলাটে হওয়ায় কাউকে শনাক্ত করা যাচ্ছে না। আমরা তাদের শনাক্তে এরই মধ্যে মাঠে নেমেছি। তাদের আটকের চেষ্টা চলছে।