অরল্যান্ডোতে বিমানে আগুন, ৩০০ যাত্রী অল্পের জন্য রক্ষা

- আপডেট সময় ০৫:২৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
- / ২৮০ বার পড়া হয়েছে
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনায় প্রাণে বেঁচে গেছেন ৩০০ যাত্রী ও ক্রু সদস্য।
সোমবার স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে ডেল্টা এয়ারলাইনসের ফ্লাইট ১২১৩ বিমানটি অরল্যান্ডো থেকে আটলান্টার উদ্দেশ্যে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় বিমানের ডান পাশের ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ইঞ্জিনে আগুন ধরা দেখে ক্রু দ্রুত যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয়। ইনফ্লেটেবল ইমার্জেন্সি স্লাইডের মাধ্যমে সবাইকে নিরাপদে বিমান থেকে নামানো হয়। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে অগ্নিনির্বাপক বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।
ডেল্টা এয়ারলাইনসের মুখপাত্র বলেন, “নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা যাত্রীদের এই অভিজ্ঞতার জন্য ক্ষমাপ্রার্থী এবং বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করছি।”
প্রাথমিক তদন্তে ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটিকে দায়ী করা হলেও মার্কিন বিমান দুর্ঘটনা তদন্ত সংস্থা এনটিএসবি বিস্তারিত তদন্ত শুরু করেছে। এই ঘটনায় বিমানবন্দরের যাত্রী চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। তবে দুপুরের মধ্যেই সবকিছু স্বাভাবিক হয়ে ওঠে। নিরাপত্তা বিশেষজ্ঞরা এই ঘটনায় ক্রুদের দ্রুত সাড়া দেওয়াকে প্রশংসা করেছেন।