কাতার এনার্জির ৩৭ মিলিয়ন ডলার বকেয়া বুধবার শোধ করবে বাংলাদেশ

- আপডেট সময় ০৫:৪১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
- / ২৬৯ বার পড়া হয়েছে
কাতার এনার্জি এলএনজির (পূর্ব নাম কাতার গ্যাস) কাছে বকেয়া ৩৭ মিলিয়ন ডলার বুধবারের মধ্যে পরিশোধ করবে বলে জানিয়েছে পেট্রোবাংলা।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার ৫ মিলিয়ন ডলার এবং বুধবার বাকি ৩২ মিলিয়ন ডলার পরিশোধ করা হবে। পেট্রোবাংলার পরিচালক (অর্থ) একেএম মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, “আমরা কাতার এনার্জির সব বকেয়া ২৩ এপ্রিলের মধ্যে পরিশোধের জন্য সময়সূচি ঠিক করেছি।”
তিনি জানান, গত বছরের আগস্টে কাতার এনার্জির বকেয়া ছিল ৩১৭.৪৮ মিলিয়ন ডলার, যা এখন কমে ৬৭.৬২ মিলিয়ন ডলারে নেমে এসেছে।
গত আট মাসে অন্তর্বর্তী সরকার এলএনজি আমদানির বকেয়া পরিশোধে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১.৫৩ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে, যেখানে মোট আমদানি ব্যয় ছিল ১.৫৯ বিলিয়ন ডলার। অর্থ মন্ত্রণালয়ের ধারাবাহিক ডলার সরবরাহ এই পরিশোধে সহায়ক হয়েছে বলে জানিয়েছে পেট্রোবাংলা।
বাংলাদেশ ২০১৮ সালে কাতার এনার্জির সঙ্গে ১৫ বছরের দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি বছরে ১৮ থেকে ২৫ লাখ টন এলএনজি সরবরাহ করে থাকে। এছাড়া ওমানের ওকিউ ট্রেডিং লিমিটেডের কাছ থেকেও বাংলাদেশ এলএনজি আমদানি করে থাকে।