মোদির জরুরি ফেরা: কেন এড়ালেন পাকিস্তানের আকাশপথ ?

- আপডেট সময় ০২:০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
- / ২৬৩ বার পড়া হয়েছে
ভারতের জম্মু-কাশ্মিরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রেক্ষিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে জরুরি ভিত্তিতে দেশে ফিরেছেন। তবে ফেরার পথে তিনি পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলেছেন, যা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
গতকাল মঙ্গলবার পহেলগাঁওয়ের বাইসরান উপত্যকায় সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হওয়ার পর মোদি তার সৌদি সফর সংক্ষিপ্ত করে বুধবার সকালেই দিল্লি ফিরে আসেন।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রীর বিশেষ বিমান ‘এয়ার ইন্ডিয়া ওয়ান’ সৌদি আরব থেকে ফেরার সময় পাকিস্তানের আকাশসীমা ব্যবহার না করে বিকল্প পথ বেছে নেয়।
ফ্লাইট ট্র্যাকিং ডেটা বিশ্লেষণে দেখা যায়, সৌদি আরব যাওয়ার সময় বিমানটি পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করলেও ফেরার সময় তা এড়িয়ে আরব সাগরের ওপর দিয়ে গুজরাট হয়ে দিল্লিতে প্রবেশ করে। এই সিদ্ধান্তকে কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।
কারণ কী হতে পারে?
নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, কাশ্মিরে হামলার পর উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে পাকিস্তানের আকাশপথ ব্যবহারে নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করা হতে পারে। এছাড়াও এই সিদ্ধান্তকে কাশ্মির ইস্যুতে ভারতের কঠোর অবস্থানের ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে।
দিল্লির পালম বিমানবন্দরে অবতরণের পর মোদি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে জরুরি বৈঠক করেন। সৌদি আরবে অবস্থানকালেই তিনি হামলাকে “মানবতার বিরুদ্ধে অপরাধ” আখ্যা দিয়ে দোষীদের কঠোর শাস্তির ঘোষণা দিয়েছিলেন।
সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান হামলার নিন্দা জানিয়ে মোদির সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ লড়াইয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। মোদির সফর সংক্ষিপ্ত করার বিষয়টি সৌদি নেতৃত্বকে ব্যাখ্যা করতে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ও ডোভাল সৌদি রাজপ্রাসাদে সফর করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পাকিস্তানের আকাশপথ এড়ানোর এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি করতে পারে। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক যে স্তরে নেমে এসেছিল, কাশ্মিরে এই নতুন হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলে ধারণা করছেন সংশ্লিষ্ঠরা।