ঝিনাইদহে ট্রাকচাপায় প্রাণ গেল নৈশপ্রহরীর

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ০২:১১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
- / ২৬৬ বার পড়া হয়েছে
ঝিনাইদহে ট্রাকচাপায় এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। হামদহ বাইপাস সংলগ্ন আল হেরা একাডেমির সামনে বুধবার (২৩ এপ্রিল) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির বাদল মোল্লা (৫৫)। তিনি সদর উপজেলার ছোট কামারকুন্ডু উত্তরপাড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে। তিনি আলহেরা মোড় এলাকায় নৈশপ্রহরীর কাজ করতেন।
স্থানীয়রা জানান, ভোরে ঝিনাইদহ-যশোর মহাসড়কের পশ্চিম পাশে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছিলেন বাদল মোল্লা। এ সময় কালীগঞ্জ থেকে ঝিনাইদহ শহরগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বাদল মোল্লা নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।
ট্যাগস :