কলমাকান্দায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

- আপডেট সময় ০৪:০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
- / ৩৩৭ বার পড়া হয়েছে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা সদরের ব্রিজ সংলগ্ন এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে এই মরদেহ উদ্ধার করে পুলিশ
ওই নারীর নাম ইতি দাস (৩০)। তিনি কলমাকান্দা সদর ইউনিয়নের মন্তলা গ্রামের সুবল চন্দ্র দাসের স্ত্রী।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, বুধবার সকালে ইতি দাস শাক তোলার উদ্দেশে ও তার স্বামী সুবল চন্দ্র দাস কাজের উদ্দেশে একসঙ্গে বাড়ি থেকে বের হন।
কিছু সময় পর ব্রিজ সংলগ্ন এলাকার একটি পরিত্যক্ত টিনসেড ঘরের আঁড়ার সঙ্গে ইতির মরদেহ ঝুলতে দেখা যায়। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ধারণা করা হচ্ছে ঘটনাটি আত্মহত্যা।
তবে কী কারণে ওই নারী আত্মহত্যার পথ বেছে নিল, তা জানা যায়নি।