১০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

আজই খুলছে কুয়েটের হল, ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৬:১১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • / ১৫ বার পড়া হয়েছে

তুলে নেওয়া হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের ঘটনায় ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারের আদেশ। আজ বুধবার (২৩ এপ্রিল) বিকেলেই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায়।

সভাটি দুপুর সাড়ে ১২টায় প্রশাসনিক ভবনে শুরু হয়। উপাচার্য মোহাম্মদ মাসুদ সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে রেজিস্ট্রার মো. আনিছুর রহমান ভূঞার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজকের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী হলগুলো বিকেলে খোলা হবে। এর আগে ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম শুরু এবং ২ মে হল খোলার সিদ্ধান্ত ছিল।

গত ১৮ ফেব্রুয়ারি ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে কুয়েটে সংঘর্ষ হয়, যাতে অনেকে আহত হন। এরপর ২৫ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় একাডেমিক কার্যক্রম ও হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সিন্ডিকেট সভার সময় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করে উপাচার্যের পদত্যাগ দাবি করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আজই খুলছে কুয়েটের হল, ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

আপডেট সময় ০৬:১১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

তুলে নেওয়া হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের ঘটনায় ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারের আদেশ। আজ বুধবার (২৩ এপ্রিল) বিকেলেই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায়।

সভাটি দুপুর সাড়ে ১২টায় প্রশাসনিক ভবনে শুরু হয়। উপাচার্য মোহাম্মদ মাসুদ সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে রেজিস্ট্রার মো. আনিছুর রহমান ভূঞার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজকের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী হলগুলো বিকেলে খোলা হবে। এর আগে ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম শুরু এবং ২ মে হল খোলার সিদ্ধান্ত ছিল।

গত ১৮ ফেব্রুয়ারি ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে কুয়েটে সংঘর্ষ হয়, যাতে অনেকে আহত হন। এরপর ২৫ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় একাডেমিক কার্যক্রম ও হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সিন্ডিকেট সভার সময় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করে উপাচার্যের পদত্যাগ দাবি করেন।