কাশ্মীর হামলা ভারতের নিজের সাজানো নাটক: সাইফুল্লাহ খালিদ

- আপডেট সময় ০১:৫১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
- / ২৬৮ বার পড়া হয়েছে
পর্যটনকেন্দ্র কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনাকে ভারতের নিজেদের সাজানো নাটক বলে দাবি করেছেন লস্কর-ই-তৈয়বার ডেপুটি চিফ সাইফুল্লাহ খালিদ।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তিনি বলেন, এই হামলা ভারত নিজেই করেছে এবং এর সঙ্গে পাকিস্তান বা কোনো সন্ত্রাসী সংগঠনের কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেন, ভারত পাকিস্তানকে ধ্বংস করতে চায় এবং কাশ্মীরে ১০ লাখ সেনা পাঠিয়ে যুদ্ধের পরিবেশ তৈরি করেছে। তিনি হামলার জন্য ভারতকেই দায়ী করে এটিকে তাদের ষড়যন্ত্র বলে উল্লেখ করেন।
অন্যদিকে, ভারতীয় গোয়েন্দা সূত্র মনে করে, মঙ্গলবার পেহেলগামের বৈসরন উপত্যকায় এই হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন সাইফুল্লাহ খালিদ। তার নির্দেশে পাঁচ-ছয়জন জঙ্গি নির্বিচারে গুলি চালায়।
হামলার দায় নিয়েছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) নামে একটি সন্ত্রাসী গোষ্ঠী, যেটি ২০১৯ সালে কাশ্মীরের অস্থির পরিস্থিতিতে লস্কর-ই-তৈয়বার ছায়া সংগঠন হিসেবে গড়ে ওঠে। গোয়েন্দারা মনে করেন, টিআরএফ হামলা চালালেও এর পেছনে মূল ভূমিকা ছিল সাইফুল্লাহর।
মঙ্গলবার দুপুরে হওয়া এই হামলায় ২৬ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। সাইফুল্লাহ অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে হামলার দায় এড়িয়ে গেছেন।