০৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

ছাত্রদল নেতার ক্লাব থেকে যুবলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৭:৪৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / ৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিনের ক্লাব থেকে আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ খন্দকারকে আটক করেছে পুলিশ।

বন্দরের মদনপুর এলাকার ছাত্রদল নেতার ক্লাব থেকে বুধবার (২৩ এপ্রিল) দুপুরে ওই যুবলীগ নেতাকে আটক করা হয়। আটক জাহেদ খন্দকার আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও মনিহার এলাকার আবু সাঈদ খন্দকারের ছেলে।

ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুজাহিদুল ইসলাম বলেন, মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে ছাত্রদল সভাপতি আল আমিনের ক্লাবঘরের ভেতর থেকে তাকে আটক করা হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, জাহেদ খন্দকারের বিরুদ্ধে আড়াইহাজার থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। বিষয়টি আড়াইহাজার থানা পুলিশকে জানানো হয়েছে। খুব শিগগির তাকে ওই থানায় পাঠানো হবে।

তবে নিজের ক্লাবঘর থেকে আটকের বিষয়টি অস্বীকার করেছেন বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিন।

তিনি বলেন, ‌আমি এ বিষয়ে কিছুই জানি না। আমি বর্তমানে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী। আমার বিরোধী পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন অপপ্রচার চালাচ্ছে।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাহিদ ইসতিয়াক বলেন, যতটুকু শুনেছি আল আমিনের বাড়ি থেকে তার এক আত্মীয়কে আটক করা হয়েছে। সে বলেছে, তার আত্মীয় কোনো কমিটিতে নেই। আমাদের বক্তব্য হচ্ছে, যদি কোনো কমিটিতে থেকে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ছাত্রদল নেতার ক্লাব থেকে যুবলীগ নেতা আটক

আপডেট সময় ০৭:৪৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

নারায়ণগঞ্জের বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিনের ক্লাব থেকে আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ খন্দকারকে আটক করেছে পুলিশ।

বন্দরের মদনপুর এলাকার ছাত্রদল নেতার ক্লাব থেকে বুধবার (২৩ এপ্রিল) দুপুরে ওই যুবলীগ নেতাকে আটক করা হয়। আটক জাহেদ খন্দকার আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও মনিহার এলাকার আবু সাঈদ খন্দকারের ছেলে।

ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুজাহিদুল ইসলাম বলেন, মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে ছাত্রদল সভাপতি আল আমিনের ক্লাবঘরের ভেতর থেকে তাকে আটক করা হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, জাহেদ খন্দকারের বিরুদ্ধে আড়াইহাজার থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। বিষয়টি আড়াইহাজার থানা পুলিশকে জানানো হয়েছে। খুব শিগগির তাকে ওই থানায় পাঠানো হবে।

তবে নিজের ক্লাবঘর থেকে আটকের বিষয়টি অস্বীকার করেছেন বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিন।

তিনি বলেন, ‌আমি এ বিষয়ে কিছুই জানি না। আমি বর্তমানে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী। আমার বিরোধী পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন অপপ্রচার চালাচ্ছে।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাহিদ ইসতিয়াক বলেন, যতটুকু শুনেছি আল আমিনের বাড়ি থেকে তার এক আত্মীয়কে আটক করা হয়েছে। সে বলেছে, তার আত্মীয় কোনো কমিটিতে নেই। আমাদের বক্তব্য হচ্ছে, যদি কোনো কমিটিতে থেকে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।