ভোলায় অস্ত্রসহ আটক দুই ইউপি সদস্য

- আপডেট সময় ০২:৩১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
- / ২৭৯ বার পড়া হয়েছে
ভোলা সদর উপজেলায় দুই ইউপি সদস্যসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে কার্তুজ, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্রগুলোর মধ্যে রয়েছে
তিনটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড কার্তুজ, তিনটি দেশীয় অস্ত্র ও ৯টি এক হাজার টাকার জাল নোট।
কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লে. কমান্ডার রিফাত আহমেদ শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন ভোলার মদনপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলাউদ্দিন, চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. লোকমান ও একই ইউনিয়নের জহির উদ্দিন বাবর।
রিফাত আহমেদ জানান, বৃহস্পতিবার রাত একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখান উপজেলার মদনপুর চর এলাকায় একটি অভিযান চালানো হয়। ওই সময় আগ্নেয়াস্ত্র, কার্তুজ, দেশীয় অস্ত্র ও জাল নোটসহ তিনজনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অস্ত্র, কার্তুজ ও জাল নোটসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।