ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

নোয়াখালীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৬:০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / ২৭১ বার পড়া হয়েছে

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় খেলাচ্ছলে পুকুরে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। চরক্লার্ক ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

তারা হলো, দক্ষিণ চরক্লার্ক গ্রামের দিনমজুর মনু মিয়ার মেয়ে পাখি আক্তার (৭) ও একই গ্রামের সাইফুর রহমান মাসুদের মেয়ে আলিশা আক্তার (৭)। তারা ফকির মার্কেট নুরানি মাদরাসার শিক্ষার্থী ছিল।

চরক্লার্ক ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল বাসার জানান, দুপুরে শিশুরা তাদের মায়ের অগোচরে খেলতে গিয়ে পুকুরে নামে। তারা সাতার না জানায় অসাবধানতাবশত পুকুরের পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজি করে পুকুর থেকে তাদের উদ্ধার করে পাশের পল্লি চিকিৎসকের কাছে নিলে তিনি মৃত ঘোষণা করেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীন মিয়া বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি। অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নোয়াখালীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় ০৬:০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় খেলাচ্ছলে পুকুরে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। চরক্লার্ক ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

তারা হলো, দক্ষিণ চরক্লার্ক গ্রামের দিনমজুর মনু মিয়ার মেয়ে পাখি আক্তার (৭) ও একই গ্রামের সাইফুর রহমান মাসুদের মেয়ে আলিশা আক্তার (৭)। তারা ফকির মার্কেট নুরানি মাদরাসার শিক্ষার্থী ছিল।

চরক্লার্ক ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল বাসার জানান, দুপুরে শিশুরা তাদের মায়ের অগোচরে খেলতে গিয়ে পুকুরে নামে। তারা সাতার না জানায় অসাবধানতাবশত পুকুরের পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজি করে পুকুর থেকে তাদের উদ্ধার করে পাশের পল্লি চিকিৎসকের কাছে নিলে তিনি মৃত ঘোষণা করেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীন মিয়া বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি। অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।