জন্মদিনের দুই দিন আগে মারা গেলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মিশা

- আপডেট সময় ০২:১৫:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
- / ২৯০ বার পড়া হয়েছে
মাত্র ২৪ বছর বয়সে মারা গেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মিশা আগারওয়াল। হাস্যরস কনটেন্টের মাধ্যমে মিশা তার অনুরাগীদের মাতিয়ে রাখতেন। মিশার জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়ায় ছিল চোখে পড়ার মতো।
এতো অল্প বয়সে তার মৃত্যুর খবরে হতবাক অনুরাগীরা। তারা মিশার মৃত্যুর খবর বিশ্বাসেই করতে পারছে না। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, গত ২৫ এপ্রিল পরিবার এই খবর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে। যদিও তার মৃত্যু হয় ২৪ এপ্রিল। অল্প বয়সে মিশার মৃত্যুর কারণে শোকের ছায়া নেমে এসেছে তার অনুরাগী মহলে।
মিশার সাড়ে তিন লাখের বেশি ফলোয়ার ইনস্ট্রাগ্রামে। কমেডি ভিডিও নির্মাণের মাধ্যমে দর্শকদের মন জয় করেছিলেন মিশা। তার প্রতিটি ভিডিওই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে উঠতো।
গতকাল ২৬ এপ্রিল ছিল মিশার জন্মদিন।
মিশা বেঁচে থাকলে ২৫ বছরে পা দিতেন। তার আগেই এই তরুণ প্রতিভার জীবনের পথচলা থেমে গেল। একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে মিশার বাবা-মা তার মৃত্যুর খবর জানান।
ইনস্টাগ্রামে প্রকাশিত ওই বিবৃতিতে তারা লেখেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আপনাদের প্রিয় মিশা আগারওয়াল আর আমাদের মধ্যে নেই। আপনারা যেভাবে মিশাকে ভালোবেসেছেন ও সমর্থন করেছেন, তার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ। বাবা-মা হিসেবে আমরা মিশার জন্য গর্বিত। অনুরোধ, মিশাকে আপনাদের স্মৃতিতে জায়গা দিন।’
তবে কি কারণে মিশার মৃত্যু হয়েছে এ বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। এ নিয়ে মিশার অনুরাগীদের মধ্যে চলছে নানা ধরনের জল্পনা-কল্পনা। তবে শোকের এই সময়ে আর কোনো ধরনের তথ্য দিতে রাজি নয় বলে জানিয়েছেন মিশার বাবা-মা।