মঙ্গলবার থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট, যাচ্ছেন ৮৭ হাজার ১০০ বাংলাদেশি

- আপডেট সময় ০২:২৮:০৮ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজ যাত্রার ফ্লাইট। এ বছর ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব যাবেন। প্রথম দিনে ৪১৯ জন যাত্রী নিয়ে বিমান ছাড়বে ঢাকা থেকে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন আনুষ্ঠানিকভাবে এই ফ্লাইট উদ্বোধন করবেন।
এবার ৫ হাজার ২০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। প্রথম ফ্লাইটটি রাত ২টা ১৫ মিনিটে শাহজালাল বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছাড়বে। হজযাত্রীদের সহায়তার জন্য সরকারি-বেসরকারি মিলিয়ে ১ হাজার ৮৫৫ জন গাইড ও কর্মী দায়িত্বে থাকবেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সাউদিয়া ও নাস এয়ারলাইনস—এই তিনটি বিমান সংস্থার মাধ্যমে হজযাত্রী পরিবহন করা হবে। ৩১ মে পর্যন্ত চলবে যাওয়ার ফ্লাইট, আর ফেরার ফ্লাইট শুরু হবে ১০ জুন থেকে।
২০ ভাষায় শোনা যাবে হজের খুতবা
হজের গুরুত্বপূর্ণ অংশ আরাফাতের ময়দানের খুতবা এবার ২০টি ভাষায় অনুবাদ করে শোনানো হবে। এর মধ্যে বাংলা ছাড়াও আছে ইংরেজি, উর্দু, ফারসি, মালয়, চাইনিজ, তুর্কি, স্প্যানিশসহ বিভিন্ন ভাষা। ৯ জিলহজ (৫ জুন) এই খুতবা প্রদান করা হবে এবং তা বিশ্বজুড়ে সরাসরি সম্প্রচারিত হবে।