সাবেক এমপি জাফর আলম ধানমণ্ডি থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ০৫:০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
- / ২৬৭ বার পড়া হয়েছে
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য মো. জাফর আলমকে রাজধানী ঢাকার ধানমণ্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রবিবার (২৭ এপ্রিল) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
জাফর আলম ২০১৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে পরে তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে—স্থানীয় জনগণের ওপর নির্যাতন, নানা অনিয়ম এবং অবৈধ সম্পদ অর্জনের মতো গুরুতর অভিযোগ।
এসব বিতর্কের কারণে তিনি আওয়ামী লীগের টিকিট হারান। সর্বশেষ জাতীয় নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন।
ডিবি বলছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ট্যাগস :