এক ব্যাগের দামেই ইউরোপ ঘোরা যাবে ১০ দিন!

- আপডেট সময় ০৫:২৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
- / ১৮ বার পড়া হয়েছে
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন শুধু অভিনয় দিয়েই নয়, দুর্দান্ত ফ্যাশন সেন্স আর এয়ারপোর্ট লুক দিয়েও সবার নজর কাড়েন। বলিউডে এয়ারপোর্ট লুক নিয়ে এক ধরনের অলিখিত প্রতিযোগিতা চলে, আর সেখানে দীপিকার প্রতিদ্বন্দ্বী খুব কম।
শ্যানেল, ডিওর, লুই ভিটন বা হারমিস—বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের ব্যাগ রয়েছে দীপিকার কালেকশনে। তবে বিশেষ করে শ্যানেল ব্র্যান্ডের প্রতি তার আলাদা টান রয়েছে। প্রায় সব এয়ারপোর্ট লুকেই তাকে শ্যানেলের কোনো না কোনো ব্যাগ হাতে দেখা যায়।
সম্প্রতি জানা গেছে, দীপিকার ব্যবহৃত একটি শ্যানেল ব্যাগের দাম এত বেশি যে, সেই টাকায় ইউরোপের বিলাসবহুল কোনো দেশে ১০ দিন আরাম করে ঘুরে আসা সম্ভব! দীপিকার প্রিয় শ্যানেল লার্জ ডোভিল টোট ব্যাগটির দাম প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা।
এই অর্থে ইউরোপের বড় বড় শহর ঘোরা, তিন তারকা হোটেলে থাকা, দারুণ সব খাবার খাওয়া, এমনকি বন্ধু-পরিবারের জন্য স্যুভেনির কেনার খরচও উঠে যাবে।
দীপিকা বর্তমানে লাক্সারি ব্র্যান্ড লুই ভিটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। মাঝে মাঝে তাকে ডিওরের ব্যাগ হাতে দেখা যায়। ‘পদ্মাবত’, ‘বাজিরাও মাস্তানি’সহ একের পর এক হিট সিনেমার নায়িকা দীপিকার ঝুলিতে নানা দামি ব্র্যান্ডের ব্যাগের বিশাল সংগ্রহ রয়েছে। তার ফ্যাশন সেন্স আর স্টাইল বলিউডের নতুন প্রজন্মের কাছেও অনুকরণীয় হয়ে উঠেছে।