১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

একাধিক প্রেম নিয়ে অকপট শ্রুতি হাসান

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৫:২৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / ৪ বার পড়া হয়েছে

অতীতে একাধিক পুরুষের সঙ্গে প্রেম করেছেন অভিনেত্রী শ্রুতি হাসান। তবে প্রেম নিয়ে কোনো লুকোচুরি নেই তার। এ অভিনেত্রী মাইকেল কর্সেল থেকে শান্তনু হাজরাসহ বেশ কয়েকজন ব্যক্তির সঙ্গে দীর্ঘ সময় চুটিয়ে প্রেম করেছেন। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রুতি তার প্রেমিকদের নিয়ে মুখ খুললেন।

শ্রুতি এ সাক্ষাৎকারে জানান, তার কোনো আফসোস নেই একাধিক প্রেম করা নিয়ে। যারা তাকে একাধিক প্রেমের জন্য ট্রোল করেন তাদের জন্যও কিছু বলার নেই।

নিজের জীবনে কোন ভুলটা শোধরাতে চান এমন প্রশ্নের জবাবে শ্রুতি বলেন, আমি কিছু মানুষকে আঘাত দিয়েছি। এখন মনে হয় সেটা করা উচিত হয়নি। এর বাইরে আমার কোনো আফসোস নেই।

তিনি আরও বলেন, আমি জোকার ছিলাম? আচ্ছা বেশ তাহলে তাই। যে মানুষগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ তাদের কাউকে আমি ভুল করে আঘাত দিয়েছি। এখন সেটার জন্য আমি ক্ষমাও চেয়ে নিই।

এদিন শ্রুতি আরও জানান, তিনি তার অতীতের সম্পর্ক থেকে তেমনভাবে কখনোই প্রভাবিত নন। এতগুলো বছরে তেমন কিছুই বদলায়নি।

এ প্রসঙ্গে শ্রুতির ভাষ্য, আমাদের সবারই একটা করে মারাত্মক অতীত থাকে। সেটা ছাড়া আমি যখন যে অধ্যায় শেষ করি সেটা নিয়ে কোনো আফসোস রাখি না। তাই মানুষ যখন বলেন ওহ বাবা, এটা তোমার কত নম্বর প্রেমিক? তখন আমি বলি আপনারা বুঝছেন না, এটা আপনার জন্য কেবল একটা সংখ্যা, আমার জন্য এটা সেই সংখ্যা যতগুলো বার আমি ভালোবাসা চেয়েও পাইনি।

 

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

একাধিক প্রেম নিয়ে অকপট শ্রুতি হাসান

আপডেট সময় ০৫:২৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

অতীতে একাধিক পুরুষের সঙ্গে প্রেম করেছেন অভিনেত্রী শ্রুতি হাসান। তবে প্রেম নিয়ে কোনো লুকোচুরি নেই তার। এ অভিনেত্রী মাইকেল কর্সেল থেকে শান্তনু হাজরাসহ বেশ কয়েকজন ব্যক্তির সঙ্গে দীর্ঘ সময় চুটিয়ে প্রেম করেছেন। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রুতি তার প্রেমিকদের নিয়ে মুখ খুললেন।

শ্রুতি এ সাক্ষাৎকারে জানান, তার কোনো আফসোস নেই একাধিক প্রেম করা নিয়ে। যারা তাকে একাধিক প্রেমের জন্য ট্রোল করেন তাদের জন্যও কিছু বলার নেই।

নিজের জীবনে কোন ভুলটা শোধরাতে চান এমন প্রশ্নের জবাবে শ্রুতি বলেন, আমি কিছু মানুষকে আঘাত দিয়েছি। এখন মনে হয় সেটা করা উচিত হয়নি। এর বাইরে আমার কোনো আফসোস নেই।

তিনি আরও বলেন, আমি জোকার ছিলাম? আচ্ছা বেশ তাহলে তাই। যে মানুষগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ তাদের কাউকে আমি ভুল করে আঘাত দিয়েছি। এখন সেটার জন্য আমি ক্ষমাও চেয়ে নিই।

এদিন শ্রুতি আরও জানান, তিনি তার অতীতের সম্পর্ক থেকে তেমনভাবে কখনোই প্রভাবিত নন। এতগুলো বছরে তেমন কিছুই বদলায়নি।

এ প্রসঙ্গে শ্রুতির ভাষ্য, আমাদের সবারই একটা করে মারাত্মক অতীত থাকে। সেটা ছাড়া আমি যখন যে অধ্যায় শেষ করি সেটা নিয়ে কোনো আফসোস রাখি না। তাই মানুষ যখন বলেন ওহ বাবা, এটা তোমার কত নম্বর প্রেমিক? তখন আমি বলি আপনারা বুঝছেন না, এটা আপনার জন্য কেবল একটা সংখ্যা, আমার জন্য এটা সেই সংখ্যা যতগুলো বার আমি ভালোবাসা চেয়েও পাইনি।