অনুমতি ছাড়া হজে শাস্তির খড়গ
২০ হাজার রিয়াল জরিমানা ,বহিষ্কারসহ ১০ বছরের নিষেধাজ্ঞা

- আপডেট সময় ০৩:৪৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে
চলতি হজ মৌসুমে অনুমতি ছাড়া কেউ হজ পালন করলে বা এমন চেষ্টা করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। এমন হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এই নিয়ম আজ মঙ্গলবার (জিলকদ মাসের প্রথম দিন) থেকে কার্যকর হয়ে চলবে আগামী ১০ জুন (জিলহজ মাসের ১৪ তারিখ) পর্যন্ত।
বিধিনিষেধ অনুযায়ী, অনুমতি ছাড়া হজ করতে গেলে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ টাকা। এই জরিমানা শুধু হজ পালনকারীদের জন্য নয়, পবিত্র এলাকা মক্কায় প্রবেশ করা ভিজিট ভিসাধারীদের ওপরও প্রযোজ্য।
আর যদি কেউ অবৈধ হজ পালনের সহায়তা করেন, তাকে গুণতে হবে আরও বড় মূল্য। এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হবে এমন কাউকে আশ্রয় দিলে, হজে নিয়ে গেলে, কিংবা থাকার ব্যবস্থা করলে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, হজ পালনে কেউ যদি অবৈধ অভিবাসী হন বা যার ভিসার মেয়াদ শেষ, তার বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা। এজন্য সৌদি আরব থেকে বহিষ্কার এবং ভবিষ্যতে ১০ বছরের জন্য দেশটিতে প্রবেশ নিষিদ্ধ থাকবে। সেই সঙ্গে এমন যাত্রী পরিবহনে ব্যবহৃত যানবাহন, যদি সহায়তাকারীর মালিকানাধীন হয়, সেটিও জব্দ করা হবে।
চলতি বছর হজ মৌসুমে আগেভাগেই কড়া নজরদারি ও প্রযুক্তিগত পর্যবেক্ষণের মাধ্যমে অননুমোদিত প্রবেশ ঠেকাতে কাজ করছে সৌদি প্রশাসন।