জয়দেবপুরে সিলিন্ডার বিস্ফোরণে নারীর মৃত্যু

- আপডেট সময় ০৬:১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
- / ৭ বার পড়া হয়েছে
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গাজীপুরের জয়দেবপুরে অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ছয়টার দিকে তার মৃত্যু হয়। নিহত নারীর নাম তাসলিমা আক্তার (৩০)। তিনি শেরপুরের ঝিনাইগাতী থানা এলাকার কাসেম আলীর মেয়ে। তারা স্বামী-স্ত্রী জয়দেবপুরে ভাড়া বাসায় থেকে পোশাক কারখানায় চাকরি করতেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জয়দেবপুর এলাকায় শিশুসহ দগ্ধ পাঁচজনকে আনা হয়। আজ সকাল সাড়ে ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাসলিমার মৃত্যু হয়।
তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল। এর আগে সীমা নামের আরেক নারীর মৃত্যু হয়। বাকিদের মধ্যে পারভীন ৩২ শতাংশ, তানজিলা ৯০ শতাংশ ও শিশু আয়ান ২৮ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের সবার অবস্থাই আশাঙ্কাজনক।
তাসলিমার স্বামী আলী হোসেন জানান, তিনি ও তার স্ত্রী পোশাক শ্রমিক ছিলেন। তাদের ১১ বছরের একটি ছেলে এবং ১০ বছরের একটি মেয়ে রয়েছে। তার স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তার স্ত্রী-মেয়ে ও প্রতিবেশী তিন নারী দগ্ধ হন। ওই দিন রাতেই তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।