পুরো প্রক্রিয়া হবে অনলাইনে
দ্বৈত নাগরিকত্বের আবেদনে ডিজিটাল বিপ্লব: বাতিল হচ্ছে হার্ডকপি

- আপডেট সময় ০৩:৩২:১২ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
- / ১১ বার পড়া হয়েছে
এবার দ্বৈত নাগরিকত্বের আবেদন প্রক্রিয়ায় আমূল পরিবর্তন এনেছে অন্তবর্তী সরকার। আগামী ১৫ মে থেকে বিদেশস্থ বাংলাদেশ দূতাবাস/মিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বৈত নাগরিকত্বের জন্য আবেদনের হার্ডকপি (ছাপা কাগজ) গ্রহণ বন্ধ করা হচ্ছে। পুরো প্রক্রিয়া এখন থেকে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। নতুন ব্যবস্থায় scs.ssd.gov.bd ওয়েবসাইটে জিমেইল আইডি দিয়ে লগইন করে আবেদনকারীদের ফরম পূরণ, ডকুমেন্ট আপলোড এবং ই-পেমেন্টের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।
গুরুত্বপূর্ণ তথ্যাবলি:
– ১৫ মে ২০২৫ থেকে বিদেশে অবস্থিত সব বাংলাদেশ দূতাবাসে হার্ডকপি আবেদন বন্ধ
– ১৬ মে ২০২৫ থেকে শতভাগ অনলাইন সিস্টেম চালু
– অনলাইনে আবেদন শেষে ডিজিটাল সনদ ইমেইলে প্রেরণ করা হবে
– কিউআর কোড সংবলিত সনদ নিজস্ব জিমেইল থেকে ডাউনলোড করা যাবে
– সেবা প্রাপ্তিতে স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করতে এ উদ্যোগ
কিভাবে আবেদন করবেন:
১. scs.ssd.gov.bd ওয়েবসাইটে যান
২. নিজস্ব জিমেইল আইডি দিয়ে লগইন করুন
৩. অনলাইন ফরম পূরণ করুন
৪. প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে আপলোড করুন
৫. ই-পেমেন্টের মাধ্যমে ফি পরিশোধ করুন
৬. রেফারেন্স নম্বর সংগ্রহ করুন
গত কয়েক বছর ধরে দ্বৈত নাগরিকত্বের আবেদন প্রক্রিয়াকে সহজ ও দ্রুততর করতে নানা সংস্কার করেছে সরকার। ২০১৮ সালে প্রথমবারের মতো অনলাইন পোর্টাল চালু করা হলেও হার্ডকপি জমা দেওয়ার বিকল্প রাখা হয়েছিল। এবার সম্পূর্ণ ডিজিটাল সিস্টেমে রূপান্তরের মাধ্যমে প্রক্রিয়াটিকে আরও সুগম করা হচ্ছে।
প্রবাসী কল্যাণ বিশেষজ্ঞ ড. নাজমুল হক বলেন, “এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত। ডিজিটাল পদ্ধতিতে আবেদন প্রক্রিয়া সহজ হওয়ায় প্রবাসীদের জন্য ব্যাপক সুবিধা হবে।” সরকারি তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে প্রায় ১ লাখ ২০ হাজার বাংলাদেশি দ্বৈত নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। নতুন ব্যবস্থায় এই সংখ্যা দ্রুত বাড়বে বলে আশা করা হচ্ছে।
সরকারের এই ডিজিটাল উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের জন্য নাগরিকত্ব সংক্রান্ত জটিলতা কমিয়ে আনার পাশাপাশি সেবা প্রাপ্তিতে গতি সঞ্চার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।