আহত হয়ে হাসপাতালে দক্ষিণী সিনেমার সুপারস্টার অজিত কুমার

- আপডেট সময় ০৬:৪৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- / ৯ বার পড়া হয়েছে
দক্ষিণী সিনেমার সুপারস্টার অজিত কুমার দিল্লিতে পদ্মভূষণ পুরস্কার গ্রহণের পর চেন্নাই ফিরছিলেন। পথে আহত হন তিনি। পরে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে বুধবার (৩০ এপ্রিল) তাকে ভর্তি করা হয়। জানা গেছে, পায়ে আঘাত পেয়েছেন এই তারকা।
ইন্ডিয়া টুডের খবরে জানা যায়, চেন্নাই বিমানবন্দরে ভিড়ে আটকা পড়েন অজিত কুমার । এ সময় চাপাচাপিতে তিনি আহত হন। ঘটনার সময় স্ত্রী শালিনী, সন্তান আনুশকা ও আডভিকও তার সঙ্গে ছিলেন। আহত হলেও ভক্তদের সঙ্গে কোনো অসৌজন্যমূলক আচরণ করেননি তিনি।
সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওতে দেখা গেছে, ভিড়ে মধ্যে রিতিমতো চাপা পড়েছেন অজিত। তারপরও ভক্তদের সঙ্গে ছবি তুলতে অনীহা প্রকাশ করেননি তিনি। তবে ধাক্কাধাকির ধকল সইতে না পেরে আহত হয়ে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
ভারতের তৃতীয় সর্বোচ্চ সম্মান পদ্মভূষণ পুরস্কার গত ২৮ এপ্রিল গ্রহণ করেছেন অজিত কুমার। এই স্বীকৃতির মাধ্যমে সিনেমায় ত্রিশ বছরেরও বেশি সময় ধরে তার অবদানকে সম্মানিত করা হয়েছে । দক্ষিণ ভারতের আরেক কিংবদন্তি অভিনেতা নন্দামুরি বালাকৃষ্ণার সঙ্গে এই সম্মান লাভ করেন অজিত।
বর্তমানে অজিত কুমারের দুটি সিনেমা ‘ভিডামুয়াচি’ এবং ‘গুড ব্যাড আাগলি’ বক্স অফিসে ভালো ব্যবসা করছে।