০৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৪ মে ২০২৫

সামনে বড় ধরনের বিপদে পড়তে পারেন মালাইকা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৪:৪৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • / ৮ বার পড়া হয়েছে

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা বড় ধরনের আইনি বিপাকে পড়তে যাচ্ছেন। মুম্বাইয়ের আদালত মামলার পরবর্তী শুনানিতে হাজির না হলেই তার বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।

আদালত ২০১২ সালের একটি মামলার শুনানিতে এ আদেশ দেন । মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছেআগামী ৯ জুলাই। ওইদিন হাজির না হলেই মালাইকার বিরুদ্ধে এ পরোয়ানা জারি হবে।

গেল ২৯ এপ্রিল সমন জারির পরও মামলার শুনানিতে হাজির ছিলেন না মালাইকা। শুনানিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এস জানওয়ার নিজের পর্যবেক্ষণে বলেন, মালাইকা ইচ্ছা করেই শুনানিতে হাজির হচ্ছেন না, তিনি আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করছেন না।

মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে এক শিল্পপতির ওপর হামলার ঘটনায় অভিযুক্ত অভিনেতা সাইফ আলী খান, শিল্পপতি বিলাল আমরোহি ও মালাইকার ভগ্নিপতি শাহিল লাদাখ।
সে ঘটনায় প্রত্যক্ষদর্শী হিসেবে হাজিরা দেওয়ার নির্দেশ ছিল মালাইকার।

দক্ষিণ মুম্বাইয়ের একটি পাঁচতারা রেস্তোরাঁয় ২০১২ সালের ২২ ফেব্রুয়ারি কারিনা কাপুর, কারিশমা কাপুর, মালাইকা অরোরা, অমৃতা অরোরাসহ অন্য বন্ধুদের সঙ্গে নৈশভোজ সারছিলেন সাইফ। সেখানেই অভিযোগকারী দক্ষিণ আফ্রিকার বাসিন্দা ইকবাল শর্মার সঙ্গে ঝামেলা বাধে তার। এর জেরে মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

১৩ বছরের পুরোনো সেই মারধরের মামলাই এখন উঠেছে আদালতে। তবে মামলটি নিয়ে এখন পর্যন্ত মালাইকা কোনো মন্তব্য করেননি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সামনে বড় ধরনের বিপদে পড়তে পারেন মালাইকা

আপডেট সময় ০৪:৪৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা বড় ধরনের আইনি বিপাকে পড়তে যাচ্ছেন। মুম্বাইয়ের আদালত মামলার পরবর্তী শুনানিতে হাজির না হলেই তার বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।

আদালত ২০১২ সালের একটি মামলার শুনানিতে এ আদেশ দেন । মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছেআগামী ৯ জুলাই। ওইদিন হাজির না হলেই মালাইকার বিরুদ্ধে এ পরোয়ানা জারি হবে।

গেল ২৯ এপ্রিল সমন জারির পরও মামলার শুনানিতে হাজির ছিলেন না মালাইকা। শুনানিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এস জানওয়ার নিজের পর্যবেক্ষণে বলেন, মালাইকা ইচ্ছা করেই শুনানিতে হাজির হচ্ছেন না, তিনি আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করছেন না।

মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে এক শিল্পপতির ওপর হামলার ঘটনায় অভিযুক্ত অভিনেতা সাইফ আলী খান, শিল্পপতি বিলাল আমরোহি ও মালাইকার ভগ্নিপতি শাহিল লাদাখ।
সে ঘটনায় প্রত্যক্ষদর্শী হিসেবে হাজিরা দেওয়ার নির্দেশ ছিল মালাইকার।

দক্ষিণ মুম্বাইয়ের একটি পাঁচতারা রেস্তোরাঁয় ২০১২ সালের ২২ ফেব্রুয়ারি কারিনা কাপুর, কারিশমা কাপুর, মালাইকা অরোরা, অমৃতা অরোরাসহ অন্য বন্ধুদের সঙ্গে নৈশভোজ সারছিলেন সাইফ। সেখানেই অভিযোগকারী দক্ষিণ আফ্রিকার বাসিন্দা ইকবাল শর্মার সঙ্গে ঝামেলা বাধে তার। এর জেরে মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

১৩ বছরের পুরোনো সেই মারধরের মামলাই এখন উঠেছে আদালতে। তবে মামলটি নিয়ে এখন পর্যন্ত মালাইকা কোনো মন্তব্য করেননি।