০৯:১০ অপরাহ্ন, শনিবার, ০৩ মে ২০২৫
বললেন অভিনেত্রী নুসরাত জাহান

যারা মা তুলে গালি দেয়, তারা ফ্রাস্ট্রেটেড

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৫:২৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • / ১১ বার পড়া হয়েছে

আসছে নতুন ছবি ‘আড়ি’তে অভিনয় করছেন ওপার বাংলার অভিনেতা যশ দাসগুপ্ত ও অভিনেত্রী নুসরাত জাহান। ছবির গল্প মূলত মা-ছেলের আদরের সম্পর্ক নিয়ে। তাইতো ভারতের বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমি চ্যাটার্জি এখনকার সময়ের এই দুই অভিনয়শিল্পীদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন।

মৌসুমি চ্যাটার্জি একটা সময় ছিল বাংলা ছবির ‘নস্ট্যালজিয়া’। একটা সময় পর্দায় নায়িকা হিসেবে তাক লাগিয়েছেন তিনি। এবারও আসছেন দর্শক মাতাতে। তবে নায়িকা নয় একজন মায়ের চরিত্রে। যশের মায়ের চরিত্রে থাকবেন তিনি ‘আড়ি’ সিনেমায়।

সদ্য যশ ও নুসরাত এমন গল্পের এক সিনেমা নিয়ে ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হন। এ সময় পর্দার ও পর্দার বাইরের নানা কথাই হয় আলোচনায়।

বর্তমানে যশ-নুসরাত দুজনেই নেট পোকা। তাদের অবাধ বিচরণ সামাজিক মাধ্যমে। নিয়ম করে আপডেট কিংবা ছবি পোস্ট কিংবা এই ‘আড়ি’ নিয়ে গুরুত্বপূর্ণ সব আপডেট দেন তারা।

যশ-নুসরাত যে ছবি সম্প্রতি করলেন, তা মা-ছেলের সম্পর্ক নিয়ে। ভালোবাসার সম্পর্ক। আদরের। যদি খানিক তলিয়ে দেখা যায়, বোঝা যাবে, এই তাদের পোস্টে যে সমস্ত বাজে মন্তব্য ঘোরাফেরা করে, তার বেশিরভাগই ‘মা’-এর নাম তুলে অশ্লীল মন্তব্য।

এ নিয়ে প্রশ্নের মুখে পড়েন যশ-নুসরাত। স্ক্রল করতে করতে যখন এমন মন্তব্য দেখে কী মনে করেন তারা, তা নিয়ে মুখ খুললেন দুজনেই।

নুসরাত বলেন, যারা মা-বাবা তুলে গালি দেয়, তাদের বাবা-মায়েরা জানেন না, তারা এটা করছে। যদি জানত তাহলে তারা এটা করতো না। যশ বলে ওঠেন, কোনো মা-বাবা এমন শিক্ষা দিতে পারেন না। যারা এটা করছে, তাদের সাহায্য দরকার। তারা জিম করতে পারে, ওজন তুলতে পারে। ঘাম ঝরবে, ফ্রাসট্রেশন কেটে যাবে।

বাজে মন্তব্যকারীদের হতাশাগ্রস্ত উল্লেখ করে নুসরাত বললেন, যারা মা তুলে গালি দেয়, তারা ফ্রাস্ট্রেটেড।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বললেন অভিনেত্রী নুসরাত জাহান

যারা মা তুলে গালি দেয়, তারা ফ্রাস্ট্রেটেড

আপডেট সময় ০৫:২৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

আসছে নতুন ছবি ‘আড়ি’তে অভিনয় করছেন ওপার বাংলার অভিনেতা যশ দাসগুপ্ত ও অভিনেত্রী নুসরাত জাহান। ছবির গল্প মূলত মা-ছেলের আদরের সম্পর্ক নিয়ে। তাইতো ভারতের বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমি চ্যাটার্জি এখনকার সময়ের এই দুই অভিনয়শিল্পীদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন।

মৌসুমি চ্যাটার্জি একটা সময় ছিল বাংলা ছবির ‘নস্ট্যালজিয়া’। একটা সময় পর্দায় নায়িকা হিসেবে তাক লাগিয়েছেন তিনি। এবারও আসছেন দর্শক মাতাতে। তবে নায়িকা নয় একজন মায়ের চরিত্রে। যশের মায়ের চরিত্রে থাকবেন তিনি ‘আড়ি’ সিনেমায়।

সদ্য যশ ও নুসরাত এমন গল্পের এক সিনেমা নিয়ে ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হন। এ সময় পর্দার ও পর্দার বাইরের নানা কথাই হয় আলোচনায়।

বর্তমানে যশ-নুসরাত দুজনেই নেট পোকা। তাদের অবাধ বিচরণ সামাজিক মাধ্যমে। নিয়ম করে আপডেট কিংবা ছবি পোস্ট কিংবা এই ‘আড়ি’ নিয়ে গুরুত্বপূর্ণ সব আপডেট দেন তারা।

যশ-নুসরাত যে ছবি সম্প্রতি করলেন, তা মা-ছেলের সম্পর্ক নিয়ে। ভালোবাসার সম্পর্ক। আদরের। যদি খানিক তলিয়ে দেখা যায়, বোঝা যাবে, এই তাদের পোস্টে যে সমস্ত বাজে মন্তব্য ঘোরাফেরা করে, তার বেশিরভাগই ‘মা’-এর নাম তুলে অশ্লীল মন্তব্য।

এ নিয়ে প্রশ্নের মুখে পড়েন যশ-নুসরাত। স্ক্রল করতে করতে যখন এমন মন্তব্য দেখে কী মনে করেন তারা, তা নিয়ে মুখ খুললেন দুজনেই।

নুসরাত বলেন, যারা মা-বাবা তুলে গালি দেয়, তাদের বাবা-মায়েরা জানেন না, তারা এটা করছে। যদি জানত তাহলে তারা এটা করতো না। যশ বলে ওঠেন, কোনো মা-বাবা এমন শিক্ষা দিতে পারেন না। যারা এটা করছে, তাদের সাহায্য দরকার। তারা জিম করতে পারে, ওজন তুলতে পারে। ঘাম ঝরবে, ফ্রাসট্রেশন কেটে যাবে।

বাজে মন্তব্যকারীদের হতাশাগ্রস্ত উল্লেখ করে নুসরাত বললেন, যারা মা তুলে গালি দেয়, তারা ফ্রাস্ট্রেটেড।