আউটসোর্সিং ব্যয়ে অনিয়ম, কঠোর হলো অর্থ মন্ত্রণালয়

- আপডেট সময় ১২:২৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / ২৫৫ বার পড়া হয়েছে
সরকারি ব্যয়ে ফের অনিয়মের চিত্র! আউটসোর্সিংয়ের বরাদ্দ ও ব্যয়ের ক্ষেত্রে মানা হচ্ছে না নীতি। এমন গুরুতর অভিযোগ তুলেছে অর্থ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রজ্ঞাপনে স্পষ্ট বলা হয়েছে, আউটসোর্সিং এবং অনিয়মিত প্রক্রিয়ায় নিয়োগ পাওয়া কর্মীদের মজুরির অর্থনৈতিক কোডের বিপরীতে অর্থ বরাদ্দ এবং ব্যয়ের ক্ষেত্রে নীতি বা সরকারি নির্দেশনার যথাযথ অনুসরণ করা হচ্ছে না।
এই পরিস্থিতিতে, আউটসোর্সিং এবং অন্যান্য ক্ষেত্রে বাজেট প্রণয়ন ও বাস্তবায়নের সময় অর্থনৈতিক কোডের সঠিক ব্যবহার নিশ্চিত করার কঠোর নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, আনুষঙ্গিক কর্মচারী (যারা সরকারি কর্মচারী নন), আউটসোর্সিং কর্মী এবং অনিয়মিত শ্রমিকদের মজুরির জন্য বিভিন্ন অর্থনৈতিক কোডে অর্থ বরাদ্দ ও ব্যয়ের ক্ষেত্রে জারি করা নীতিমালা এবং অফিস স্মারক ঠিকমতো মানা হচ্ছে না।
একই ধরনের কাজের জন্য একাধিক কোডে অর্থ বরাদ্দ রাখা হচ্ছে। এমনকি, যে কোডে বরাদ্দ রাখার সুযোগ নেই, সেখানেও অর্থ রাখা হচ্ছে – যা সরকারি আর্থিক শৃঙ্খলার পরিপন্থী।
অর্থ বিভাগ জানিয়েছে, গত ১৫ই এপ্রিল আউটসোর্সিংয়ের মাধ্যমে সেবা গ্রহণ এবং দৈনিক ভিত্তিতে অস্থায়ী শ্রমিক নিয়োগের বিষয়ে দুটি সুস্পষ্ট নীতিমালা জারি করা হয়েছে।
এই নীতিমালায় সেবা ক্রয় এবং জরুরি প্রয়োজনে সম্পূর্ণ অস্থায়ীভাবে দৈনিক মজুরির ভিত্তিতে শ্রমিক নিয়োগের বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
অর্থ বিভাগ আরও জানায়, পরিচালন বাজেটের আওতায় যারা পূর্ণ বেতনে (প্রাধিকারভুক্ত ও চুক্তিভিত্তিক) নিয়োজিত রয়েছেন, তাদের বেতন ‘সাকল্য বেতন (সরকারি কর্মচারী ব্যতীত)’ খাত থেকে প্রদান করা হবে।
যেহেতু তারা সরকারি কর্মচারী নন, তাই তাদের বেতন ভাতা বিধি ও নিয়ম অনুযায়ী নির্ধারণ করে পূর্ণ বেতন দিতে হবে।
এছাড়াও, সরকারের নিয়মিত রাজস্বভুক্ত কর্মচারী না হয়ে যারা নির্দিষ্ট কাজের জন্য স্কেলের বিপরীতে নিয়োগ পান, তাদের মধ্যে যাদের চাকরি নিয়মিত হয়েছে, শুধুমাত্র তাদের বেতন-ভাতা এই কোডের অধীনে অন্তর্ভুক্ত করতে হবে।
প্রজ্ঞাপনে দ্ব্যর্থহীনভাবে বলা হয়েছে, এই অর্থনৈতিক কোডগুলোর বিপরীতে অর্থ বরাদ্দ ও ব্যয়ের ক্ষেত্রে সরকারি নির্দেশনা অবশ্যই প্রযোজ্য এবং অনুসরণীয় হবে।
একই ধরনের কাজের জন্য আলাদা আলাদা কোডে বরাদ্দ না রেখে, সমস্ত নিয়মকানুন মেনে প্রাপ্যতা অনুযায়ী প্রয়োজনীয় অর্থ সংশ্লিষ্ট অর্থবছরের বাজেটে নির্দিষ্ট কোডের অধীনে অন্তর্ভুক্ত করতে হবে।
প্রতিটি মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর এবং তাদের অধীনস্থ সংস্থাকে বাজেট প্রণয়ন ও বাস্তবায়নের সময় এই নির্দেশাবলী কঠোরভাবে মেনে চলতে হবে।