পাকিস্তানে ভারতীয় জাহাজ নিষিদ্ধ, বাণিজ্যিক যুদ্ধে নতুন মোড়

- আপডেট সময় ১২:৫৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / ২৫৮ বার পড়া হয়েছে
কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে উত্তপ্ত ভারত-পাকিস্তান সম্পর্ক! পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা আর কূটনৈতিক উত্তাপে এবার বন্দর থেকে বাণিজ্য—সবই যেন অচল!
শনিবার পাকিস্তান নিজেদের সব বন্দরে ভারতীয় পতাকাবাহী জাহাজ নিষিদ্ধের ঘোষণা দিয়েছে। এর আগে, ভারতও পাকিস্তানি জাহাজ ও পণ্য আমদানিতে কড়া নিষেধাজ্ঞা জারি করেছিল।
গত ২২ এপ্রিল, পহেলগামে সেনাবাহিনীর বাসে হামলায় ২৬ জন প্রাণ হারানোর পর থেকেই দুই দেশের মধ্যে টানাপোড়েন তীব্রতর। ভারতের দাবি, পাকিস্তান এই হামলার পেছনে থাকলেও ইসলামাবাদ তা সরাসরি অস্বীকার করে।
এরই জেরে প্রথম ধাপে ভারত পাকিস্তানি জাহাজগুলোকে নিজ বন্দরে ঢুকতে বাধা দেয়। জবাবি ব্যবস্থা হিসেবে পাকিস্তানের সমুদ্র মন্ত্রণালয়ও ভারতীয় জাহাজ নিষিদ্ধ করে ‘জাতীয় নিরাপত্তা’র যুক্তি দেখিয়ে।
শুধু জাহাজই নয়, ভারত পাকিস্তানি সব পণ্যের আমদানিও বন্ধ করেছে—সরাসরি বা তৃতীয় দেশের মাধ্যমে আসা পণ্যও নিষিদ্ধ!
এমনকি, পাকিস্তান থেকে ডাক বা পার্সেল পাঠানোও এখন বন্ধ। অর্থনীতিবিদদের মতে, এই নিষেধাজ্ঞা পাকিস্তানের রপ্তানি আয়ে বড় ধাক্কা দিতে পারে, যেখানে ভারতের তুলনায় তাদের বাণিজ্যিক নির্ভরতা বেশি।
উভয় দেশই বলছে, কোনো ছাড় দেওয়ার বিষয়টি ‘কেস-বাই-কেস’ ভিত্তিতে বিবেচনা করা হবে। কিন্তু এই সংঘাতের গভীরে কি শুধুই কাশ্মীর ইস্যু? নাকি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে আরও বড় কোনো প্যাটার্নের ইঙ্গিত? বিশেষজ্ঞরা সতর্ক করছেন, দীর্ঘস্থায়ী এই উত্তেজনা আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে।