আপনি জানেন কি আমেরিকার জন্য আইফোন তৈরি হবে ভারতে?

- আপডেট সময় ০২:৩৫:৪২ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / ২৬২ বার পড়া হয়েছে
চালুর পর থেকে আইফোনের একটা বড় অংশ তৈরি হতো চীনের কারখানায়। ট্রাম্পের শুল্ক নীতির ফলে অ্যাপেলকে নতুন করে ভাবনায় ফেলেছে। হ্যাঁ সেই কারণে এবার ভারতে আইফোন তৈরির কথা ভাবছে অ্যাপল। অ্যাপলের সিইও টিম কুক জানিয়েছেন, আমেরিকার বাজারের জন্য আইফোনের একটি বড় চালান এখন থেকে ভারতের কারখানায় তৈরি হবে।
আমেরিকার বাজারের অ্যাপেল প্রেমীরা ভারতের কারখানায় তৈরি করা আইফোন পাবেন। অ্যাপলের চলতি বছরের প্রথম কোয়ার্টারের আয়-ব্যয়ের হিসেব দিতে গিয়ে একথা জানিয়েছেন কুক।
তিনি আরো জানিয়েছেন, আইপ্যাড, ম্যাক, ইয়ার পড, অ্যাপল ওয়াচের একটা বড় অংশ তৈরি হবে ভিয়েতনামে।
ভিয়েতনামে এর আগেও অ্যাপলের বিভিন্ন সরঞ্জাম তৈরি হতো। কিন্তু এবার তার পরিমাণ অনেক বাড়িয়ে দেওয়া হচ্ছে। কারণ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে চীনের সঙ্গে আমেরিকার বাণিজ্য অনেকটাই মার খেতে শুরু করেছে।
ফলে অ্যাপলের মতো সংস্থা চীন থেকে তাদের কারখানা অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে।