ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৫ মে ২০২৫

কুমিল্লায় ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৬:৫৮:২৮ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / ২৫৭ বার পড়া হয়েছে

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় চট্টলা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে অজ্ঞাতনামা এক কিশোরের মৃত্যু হয়েছে। নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল সংলগ্ন এলাকায় রবিবার (৪ মে) সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে নিহত ওই কিশোরের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

নাঙ্গলকোট রেলওয়ের স্টেশন মাস্টার মো. জামাল হোসেন জানান, স্টেশনের দক্ষিণ বাইপাসের গোত্রশাল এলাকায় চট্টলা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। পরে লাকসাম রেলওয়ে পুলিশকে জানানো হলে তারা মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বলেন, ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি নাঙ্গলকোট স্টেশনের আউটারে পৌঁছালে এক কিশোর ট্রেন থেকে পড়ে যায়। তার বয়স আনুমানিক ১৪ বছর হবে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে নিহতের নাম-ঠিকানা এখনও পাওয়া যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুমিল্লায় ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু

আপডেট সময় ০৬:৫৮:২৮ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় চট্টলা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে অজ্ঞাতনামা এক কিশোরের মৃত্যু হয়েছে। নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল সংলগ্ন এলাকায় রবিবার (৪ মে) সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে নিহত ওই কিশোরের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

নাঙ্গলকোট রেলওয়ের স্টেশন মাস্টার মো. জামাল হোসেন জানান, স্টেশনের দক্ষিণ বাইপাসের গোত্রশাল এলাকায় চট্টলা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। পরে লাকসাম রেলওয়ে পুলিশকে জানানো হলে তারা মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বলেন, ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি নাঙ্গলকোট স্টেশনের আউটারে পৌঁছালে এক কিশোর ট্রেন থেকে পড়ে যায়। তার বয়স আনুমানিক ১৪ বছর হবে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে নিহতের নাম-ঠিকানা এখনও পাওয়া যায়নি।