বিমানবন্দরে হুথিদের হামলার ঘটনায় ইরানকেও জবাব দেওয়ার হুমকি নেতানিয়াহুর

- আপডেট সময় ০৩:০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
- / ২৬১ বার পড়া হয়েছে
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন। এই হামলার জন্য ইরানকেও জবাবদিহি করতে হবে বলে সতর্ক করেছেন তিনি।
ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানায় রবিবার (৪ মে) হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে একটি সড়ক ও একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় প্লেন চলাচল। এই তথ্য জানা গেছে আল-জাজিরার যাচাই করা ছবি ও ভিডিওর সূত্রে। প্যারামেডিকরা জানিয়েছেন হামলায় আটজন আহত হয়েছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ক্ষেপণাস্ত্রটি তারা কয়েকবার চেষ্টা করেও থামাতে ব্যর্থ হয়। জানা গেছে, যুক্তরাষ্ট্রে তৈরি উন্নত থাড প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইসরায়েলের দূরপাল্লার অ্যারো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও ব্যর্থ হয়েছে।
নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ইরান হুথিদের এই হামলার পেছনে রয়েছে। ইসরায়েল এর জবাব দেবে—শুধু হুথিদের নয়, তাদের ইরানি মদতদাতাদেরও।
ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন তিনি।
তবে এর পাল্টা জবাবে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল বা যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ শুরু করে, তাহলে তেহরান তাদের ঘাঁটি ও স্বার্থকে লক্ষ্যবস্তু বানাবে। তিনি বলেন, হুথিরা তাদের সিদ্ধান্ত নিজেরাই নেয়।
হুথি সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি বলেন, হামলার লক্ষ্যবস্তু বেন গুরিয়ন বিমানবন্দর আর ‘প্লেন চলাচলের জন্য নিরাপদ নয়।’ হুথিরা আরও হুঁশিয়ার করে জানায়, তারা ইসরায়েলের ওপর পূর্ণ আকাশ অবরোধ চাপাবে।
সূত্র: আল-জাজিরা