পাকিস্তান সীমান্তে ‘হাই অ্যালার্ট’, প্রস্তুত ভারতীয় যুদ্ধবিমান

- আপডেট সময় ০৪:২৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
- / ২৬৪ বার পড়া হয়েছে
কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর পাকিস্তানের কথিত বিনা উস্কানিতে গুলিবর্ষণের অভিযোগের পর ভারত তাদের সামরিক প্রস্তুতি জোরদার করেছে। ভারতীয় বিমান বাহিনী পাকিস্তান সীমান্তে ‘হাই অ্যালার্টে’ রয়েছে বলে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে।
বিমান বাহিনী কমান্ডের সূত্রের বরাতে পত্রিকাটি জানিয়েছে, রাজস্থান ও পাঞ্জাবের অগ্রবর্তী ঘাঁটিগুলোতে সম্পূর্ণ সশস্ত্র যুদ্ধবিমানের ক্রুরা তাৎক্ষণিক যুদ্ধ অভিযানের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
এমনকি ফ্রান্স থেকে কেনা অত্যাধুনিক রাফাল মাল্টি-রোল জেটও এয়ার-টু-গ্রাউন্ড ক্রুজ মিসাইলসহ প্রস্তুত রয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ৫ মে রাতে কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার আটটি সেক্টরে পাকিস্তানি বাহিনীর বিনা উস্কানিতে গুলিবর্ষণের পরই ভারতীয় সামরিক বিমান ক্ষেত্রগুলো তাদের প্রস্তুতি বাড়িয়েছে।
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটন শহর পহেলগামে সশস্ত্র হামলায় ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক নিহত হন। এই ঘটনায় আরও অনেকে আহত হয়েছিলেন।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো অভিযোগ করেছে, লস্কর-ই-তৈয়বা গোষ্ঠীর এই সন্ত্রাসী হামলায় পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) জড়িত ছিল। এই ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে।
নয়াদিল্লি ও ইসলামাবাদ ইতিমধ্যেই তাদের কূটনৈতিক কর্মীদের ওপর পাল্টাপাল্টি বিধিনিষেধ আরোপ করেছে, দ্বিপাক্ষিক বিভিন্ন চুক্তি স্থগিত করেছে এবং একে অপরের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
উভয় পক্ষই নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলিবর্ষণ এবং প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় বিমান বাহিনীর ‘হাই অ্যালার্ট’ দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।