ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

উত্তর ও পশ্চিম ভারতের ৩২ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০১:৪১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • / ২৫৩ বার পড়া হয়েছে

ভারত তাদের উত্তর ও পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। দেশটির বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, মন্ত্রণালয় একটি বিশেষ নির্দেশিকা জারি করে এই বিমানবন্দরগুলোতে সব ধরনের বেসামরিক বিমানের চলাচল স্থগিত করেছে। কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী, বিমান কর্মীদের কাছে পাঠানো এই নির্দেশনা আপাতত কার্যকর থাকবে এবং এই ৩২টি বিমানবন্দরে বিমান পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে।

এই পদক্ষেপের কারণ হিসেবে মনে করা হচ্ছে, সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা। পাকিস্তানের পক্ষ থেকে ভারতের হামলার প্রতিক্রিয়ায় ‘অপারেশন বুনিয়ান-মারসুস’ নামের একটি পাল্টা অভিযান শুরু হয়েছে।

এই অভিযানের আওতায় পাকিস্তান ভারতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বলে দাবি করেছে। এমনকি, পাকিস্তান সামরিক বাহিনী সম্প্রতি ভারতের অত্যাধুনিক এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করারও দাবি করেছে।

অন্যদিকে, আজ শনিবার ভোর পৌনে ছয়টার দিকে শ্রীনগরে একাধিক বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বর্তমানে শহরজুড়ে ব্ল্যাকআউট পরিস্থিতি বিরাজ করছে। এর আগে, ভারত ও পাকিস্তান উভয় দেশই একে অপরের বিরুদ্ধে শুক্রবার রাতে হামলার অভিযোগ এনেছিল।

এই পরিস্থিতিতে, ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের এই পদক্ষেপ যাত্রী এবং বিমান চলাচলের নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। বিমানবন্দরগুলো কখন পুনরায় চালু হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তথ্য জানানো হয়নি।

 

নিউজটি শেয়ার করুন

উত্তর ও পশ্চিম ভারতের ৩২ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ

আপডেট সময় ০১:৪১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

ভারত তাদের উত্তর ও পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। দেশটির বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, মন্ত্রণালয় একটি বিশেষ নির্দেশিকা জারি করে এই বিমানবন্দরগুলোতে সব ধরনের বেসামরিক বিমানের চলাচল স্থগিত করেছে। কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী, বিমান কর্মীদের কাছে পাঠানো এই নির্দেশনা আপাতত কার্যকর থাকবে এবং এই ৩২টি বিমানবন্দরে বিমান পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে।

এই পদক্ষেপের কারণ হিসেবে মনে করা হচ্ছে, সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা। পাকিস্তানের পক্ষ থেকে ভারতের হামলার প্রতিক্রিয়ায় ‘অপারেশন বুনিয়ান-মারসুস’ নামের একটি পাল্টা অভিযান শুরু হয়েছে।

এই অভিযানের আওতায় পাকিস্তান ভারতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বলে দাবি করেছে। এমনকি, পাকিস্তান সামরিক বাহিনী সম্প্রতি ভারতের অত্যাধুনিক এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করারও দাবি করেছে।

অন্যদিকে, আজ শনিবার ভোর পৌনে ছয়টার দিকে শ্রীনগরে একাধিক বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বর্তমানে শহরজুড়ে ব্ল্যাকআউট পরিস্থিতি বিরাজ করছে। এর আগে, ভারত ও পাকিস্তান উভয় দেশই একে অপরের বিরুদ্ধে শুক্রবার রাতে হামলার অভিযোগ এনেছিল।

এই পরিস্থিতিতে, ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের এই পদক্ষেপ যাত্রী এবং বিমান চলাচলের নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। বিমানবন্দরগুলো কখন পুনরায় চালু হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তথ্য জানানো হয়নি।