সৌদি যুবরাজের অনুরোধ
সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছেন ট্রাম্প

- আপডেট সময় ০১:৩১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
- / ২৫৩ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক রাজনীতিতে এক অভাবনীয় পটপরিবর্তন! দীর্ঘদিনের অচলাবস্থা ভেঙে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার উপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার এই অপ্রত্যাশিত সিদ্ধান্তের কথা জানান তিনি। রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ব্যক্তিগত অনুরোধের পরিপ্রেক্ষিতে ট্রাম্প এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দিতে যাচ্ছেন।
এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সিরিয়া নীতিতে এক বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে। এর প্রেক্ষাপটে সিরিয়ার ইসলামপন্থী প্রেসিডেন্ট আহমেদ আল-শারারের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে।
হোয়াইট হাউসের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, বুধবার সৌদি আরবে প্রেসিডেন্ট শারারের সাথে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। সিরিয়ার দুটি সরকারি সূত্রও একই তথ্য নিশ্চিত করে জানিয়েছে যে, বুধবার সকালেই এই দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।
সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত একটি বিনিয়োগ সম্মেলনে ট্রাম্প তার এই আকস্মিক সিদ্ধান্তের ঘোষণা দেন। সম্মেলনে তিনি বলেন, “আমি সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দেব, যাতে তারা উন্নতির সুযোগ পায়। এখন তাদের সময় এসেছে আলোকিত হওয়ার। সব নিষেধাজ্ঞা তুলে নিচ্ছি। শুভকামনা, সিরিয়া—আমাদের বিশেষ কিছু করে দেখাও।”
ট্রাম্প আরও জানান, এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের আগে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে বিস্তারিত আলোচনা করেছেন। এই দুই দেশ দীর্ঘদিন ধরেই সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে আসছিল।