গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানি কর্মকর্তাকে ভারত থেকে বহিষ্কার

- আপডেট সময় ০১:৫০:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
- / ২৫৬ বার পড়া হয়েছে
ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন এক ঘটনা ঘটেছে। গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে ভারত থেকে বহিষ্কার করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের এই কর্মকর্তা তার পদমর্যাদার সঙ্গে সামঞ্জস্যহীন কার্যকলাপে জড়িত ছিলেন। তবে তার নাম বা কার্যকলাপের বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। এই সিদ্ধান্ত পাকিস্তান দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স সাদ ওয়ারাইচকে জানানো হয়েছে।
এরই মধ্যে, পাঞ্জাব পুলিশ গত সপ্তাহে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে। তারা ভারতীয় সেনার গোপন তথ্য পাকিস্তানে পাঠাচ্ছিল। কূটনৈতিক সূত্রে জানা গেছে, বহিষ্কৃত এই পাকিস্তানি কর্মকর্তা ওই দুজনের সঙ্গে যুক্ত ছিলেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা একজন পাকিস্তানি হ্যান্ডলারের কাছে তথ্য পাঠিয়ে অনলাইনে টাকা পেত। এ ঘটনায় আরও স্থানীয় গুপ্তচরদের শনাক্ত করতে তদন্ত চলছে।
এই ঘটনার প্রেক্ষাপটও গুরুত্বপূর্ণ। গত ৭ মে থেকে দুই দেশের সীমান্তে সেনা সমাবেশ ও অভিযান চলছে। এর আগে গত ২২ এপ্রিল পেহেলগাম হামলার পর ভারত ও পাকিস্তান পরস্পরের হাইকমিশন থেকে কূটনীতিকদের ফেরত পাঠিয়ে মিশনের আকার ছোট করেছিল।