ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

বসুরহাাটে কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগীর ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ১২:০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • / ২৫৬ বার পড়া হয়েছে

নোয়াখালীর বসুরহাটে ছিদ্দিক উল্লাহ ভুট্টো নামে এক ব্যক্তির অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। ছিদ্দিক উল্লাহ ভুট্টো বসুরহাট পৌরসভার পলাতক সাবেক মেয়র আবদুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলে জানা গেছে।

কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বামনী ব্রিকস ম্যানুফ্যাকচার কোম্পানি (বিবিএমসি) নামে ইটভাটাটি বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে গুঁড়িয়ে দেওয়া হয়।

এর আগে হাইকোর্ট গত তিন মার্চ ভাটাটি ৬০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ দেন। পরে ওই নির্দেশের আলোকে উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান চালায়।

ভাটার মালিক ঠিকাদার ছিদ্দিক উল্লাহ ভুট্টো কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য।

ইট ভাটাটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল। পরিবেশের ক্ষতি হওয়ায় স্থানীয় বাসিন্দাদের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের দেওয়া নির্দেশনা অনুযায়ী ভাটার কার্যক্রম বন্ধ করে দিয়ে তা ভেঙে গুঁড়িয়ে দেয় প্রশাসন।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, হাইকোর্ট ডিভিশনের নির্দেশনার আলোকে জেলা পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় রামপুর ইউনিয়নের বিবিএমসি ব্রিকসে অভিযান চালিয়ে তা বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় ভাটার চিমনি, কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হাসান সজীবসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন সেনাবাহিনী, পুলিশ কোম্পানীগঞ্জ থানা ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বসুরহাাটে কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগীর ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

আপডেট সময় ১২:০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

নোয়াখালীর বসুরহাটে ছিদ্দিক উল্লাহ ভুট্টো নামে এক ব্যক্তির অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। ছিদ্দিক উল্লাহ ভুট্টো বসুরহাট পৌরসভার পলাতক সাবেক মেয়র আবদুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলে জানা গেছে।

কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বামনী ব্রিকস ম্যানুফ্যাকচার কোম্পানি (বিবিএমসি) নামে ইটভাটাটি বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে গুঁড়িয়ে দেওয়া হয়।

এর আগে হাইকোর্ট গত তিন মার্চ ভাটাটি ৬০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ দেন। পরে ওই নির্দেশের আলোকে উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান চালায়।

ভাটার মালিক ঠিকাদার ছিদ্দিক উল্লাহ ভুট্টো কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য।

ইট ভাটাটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল। পরিবেশের ক্ষতি হওয়ায় স্থানীয় বাসিন্দাদের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের দেওয়া নির্দেশনা অনুযায়ী ভাটার কার্যক্রম বন্ধ করে দিয়ে তা ভেঙে গুঁড়িয়ে দেয় প্রশাসন।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, হাইকোর্ট ডিভিশনের নির্দেশনার আলোকে জেলা পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় রামপুর ইউনিয়নের বিবিএমসি ব্রিকসে অভিযান চালিয়ে তা বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় ভাটার চিমনি, কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হাসান সজীবসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন সেনাবাহিনী, পুলিশ কোম্পানীগঞ্জ থানা ও ফায়ার সার্ভিসের সদস্যরা।