লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

- আপডেট সময় ১২:২১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- / ২৫৫ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সাড়ে তিন বছর বয়সী শিশুদের নাম জিহাদ হোসেন ও নাজিম হোসেন। তারা সম্পর্কে আপন খালাতো ভাই। লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকায় বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে আব্দুল আজিজ ভূঁইয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজিম বাঞ্চানগর এলাকার মহিন হোসেনের ছেলে ও জিহাদ রায়পুরের মধ্য কেরোয়া গ্রামের পাটওয়ারী বাড়ির জাকির হোসেনের ছেলে। জিহাদ বাঞ্চানগর এলাকায় নানার বাড়ি বেড়াতে এসেছিল।
পরিবার সূত্র জানায়, নাজিম ও জিহাদ উঠানে খেলা করছিল। সবার অগোচরে তারা পুকুরের পানিতে ডুবে যায়। তাদের উঠানে না দেখে সবাই খোঁজাখুঁজি করে। একপর্যায়ে দুজনের দেহ পানিতে ভেসে উঠে। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুদের মামা রিয়াদ হোসেন বলেন, জিহাদ বেড়াতে এসেছিল। নাজিম ও জিহাদের বয়স একই। তারা একসঙ্গে খেলাধুলা করছিল। এরমধ্যেই তারা পানিতে ডুবে মারা গেছে।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা গেছে। পরে তাদের মরদেহ স্বজনরা বাড়ি নিয়ে যান।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ঘটনাটি কেউ আমাদের জানায়নি। খোঁজ নেওয়া হবে।