ঢাকা ১০:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

দাবি মেনে নেওয়ায় আন্দোলন স্থগিতের ঘোষণা জবি শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ১১:৪৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • / ২৫৪ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছউদ্দীন দাবি মেনে নেওয়ায় চলমান আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন। কাকরাইল মোড়ে শুক্রবার (১৬ মে) রাত সাড়ে আটটার দিকে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, আমাদের দাবিগুলো সরকার মেনে নিয়েছে। তাই চলমান আন্দোলন স্থগিত ঘোষণা করা হলো। তবে দাবিগুলো বাস্তবায়নে গড়িমসি হলে এই আন্দোলনের অভিজ্ঞতা থেকে আবার আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।

এর আগে, বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের মতামতের ভিত্তিতে ‘জবি ঐক্যের’ পক্ষ থেকে আজকের এই কর্মসূচির ঘোষণা দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছউদ্দীন।

তিনি হুঁশিয়ারি দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে। একইসাথে, গত ১৪ই মে শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কালো দিবস পালনের ঘোষণা করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য শাটডাউন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

দাবি মেনে নেওয়ায় আন্দোলন স্থগিতের ঘোষণা জবি শিক্ষার্থীদের

আপডেট সময় ১১:৪৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছউদ্দীন দাবি মেনে নেওয়ায় চলমান আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন। কাকরাইল মোড়ে শুক্রবার (১৬ মে) রাত সাড়ে আটটার দিকে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, আমাদের দাবিগুলো সরকার মেনে নিয়েছে। তাই চলমান আন্দোলন স্থগিত ঘোষণা করা হলো। তবে দাবিগুলো বাস্তবায়নে গড়িমসি হলে এই আন্দোলনের অভিজ্ঞতা থেকে আবার আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।

এর আগে, বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের মতামতের ভিত্তিতে ‘জবি ঐক্যের’ পক্ষ থেকে আজকের এই কর্মসূচির ঘোষণা দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছউদ্দীন।

তিনি হুঁশিয়ারি দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে। একইসাথে, গত ১৪ই মে শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কালো দিবস পালনের ঘোষণা করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য শাটডাউন করা হয়েছে।