চিন্ময় কৃষ্ণ দাসকে জেলগেটে দুই দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ

- আপডেট সময় ০৩:০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
- / ২৫৮ বার পড়া হয়েছে
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যা ও রাষ্ট্রদ্রোহ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রক্ষ্মচারীকে জেলগেটে দুই দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত। এই ঘটনা নিয়ে চট্টগ্রামে উত্তেজনা ছড়িয়েছে।
রোববার (১৮ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীনের আদালত চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলগেটে দুই দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুটি মামলা—আইনজীবী সাইফুল ইসলাম হত্যা ও রাষ্ট্রদ্রোহ—এর জন্য পৃথকভাবে এক দিন করে জিজ্ঞাসাবাদের অনুমোদন দিয়েছে আদালত।
চিন্ময় কৃষ্ণ দাস বর্তমানে কারাগারে বন্দি। তিনি একসময় ইসকনের শীর্ষ পর্যায়ের দায়িত্বে ছিলেন, তবে বর্তমানে তিনি সংগঠন থেকে বহিষ্কৃত। গত বছরের ২৬ নভেম্বর তাকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা।
পরদিন চট্টগ্রামের কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। আদালত তার জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এই গ্রেফতারের প্রতিবাদে ইসকনের অনুসারীরা চট্টগ্রামে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের এক পর্যায়ে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায়।
ওই দিন দুপুরে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে আদালত এলাকায় মসজিদ, দোকান এবং বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালায়। এর মধ্যে বিকেলে রঙ্গম কনভেনশন হলের গলিতে ইসকন অনুসারীদের একটি দলের হাতে খুন হন আইনজীবী সাইফুল ইসলাম।
এই হত্যাকাণ্ডের ঘটনায় সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ২৯ নভেম্বর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এজাহারে ৩১ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া, একই ঘটনায় পুলিশ এবং ভুক্তভোগীদের পক্ষ থেকে আরও চারটি মামলা দায়ের করা হয়।