ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

ইশরাকের শপথ নিয়ে হাইকোর্টে শুনানি শেষ: আদেশ বুধবার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৬:৩৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • / ২৫৫ বার পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনের ওপর প্রথম দিনের শুনানি শেষ হয়েছে।

এ বিষয়ে পরবর্তী শুনানি এবং আদেশের জন্য আগামীকাল, বুধবার দুপুর সাড়ে ১২টা সময় নির্ধারণ করেছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিকেলে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই দিন ঠিক করেন।

এই রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন এবং ইশরাক হোসেনের পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন শুনানিতে অংশ নেন।

গত ১৪ই মে মামুনুর রশিদ নামে এক ব্যক্তি হাইকোর্টে এই রিট আবেদনটি দায়ের করেন। রিটে ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চাওয়া হয়। একইসঙ্গে, ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও আবেদন জানানো হয়েছে।

এর আগে গত ২৭শে মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল তৎকালীন মেয়র ফজলে নূর তাপসের জয় বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন। এই ঘোষণার ভিত্তিতে গত ২৭শে এপ্রিল একটি গেজেটও প্রকাশিত হয়।

 

নিউজটি শেয়ার করুন

ইশরাকের শপথ নিয়ে হাইকোর্টে শুনানি শেষ: আদেশ বুধবার

আপডেট সময় ০৬:৩৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনের ওপর প্রথম দিনের শুনানি শেষ হয়েছে।

এ বিষয়ে পরবর্তী শুনানি এবং আদেশের জন্য আগামীকাল, বুধবার দুপুর সাড়ে ১২টা সময় নির্ধারণ করেছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিকেলে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই দিন ঠিক করেন।

এই রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন এবং ইশরাক হোসেনের পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন শুনানিতে অংশ নেন।

গত ১৪ই মে মামুনুর রশিদ নামে এক ব্যক্তি হাইকোর্টে এই রিট আবেদনটি দায়ের করেন। রিটে ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চাওয়া হয়। একইসঙ্গে, ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও আবেদন জানানো হয়েছে।

এর আগে গত ২৭শে মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল তৎকালীন মেয়র ফজলে নূর তাপসের জয় বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন। এই ঘোষণার ভিত্তিতে গত ২৭শে এপ্রিল একটি গেজেটও প্রকাশিত হয়।