ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

বীরগঞ্জে শাশুড়িকে কুপিয়ে হত্যা করলো জামাই

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৬:৩৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / ২৫৮ বার পড়া হয়েছে

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত হয়েছে। এ সময় মাকে বাঁচাতে গিয়ে ভাই-বোন আহত হয়েছেন। বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া রামপাড়া গ্রামে শুক্রবার (২৩ মে) মধ্যরাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জামাই সামিয়েল মার্ডিকে (৩৮) আটক করেছে পুলিশ।

নিহত বাহা বেসরা (৫৫) উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া রামপাড়া গ্রামের মৃত বুদরা হাসদার স্ত্রী। আটক সামিয়েল মার্ডি একই এলাকার দক্ষিণ চাউলিয়া গ্রামের শনিরাম মার্ডির ছেলে।

আহতরা হলেন, সামিয়েল মার্ডির স্ত্রী মিনি হাসদা এবং একই এলাকার সুখন কিস্কুর ছেলে বিকাশ কিস্কু। তারা সম্পর্কে কাকাতো ভাই বোন।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সামিয়েল মার্ডির সঙ্গে স্ত্রী মিনি হাসদারের কলহ চলছিল। গত মাসে মিনি হাসদা বাবার বাড়ি চাউলিয়া রামপাড়া গ্রামে চলে আসলে ক্ষিপ্ত হয় সামিয়েল মার্ডি। এরই ধারাবাহিকতায় শুক্রবার গভীর রাতে শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ি বাহা বেসরাকে ছুরি দিয়ে কুপিয়ে আহত করে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। এ সময় স্ত্রী মিনি হাসদা এবং শ্যালক বিকাশ কিস্কু এগিয়ে আসলে তাদের কুপিয়ে আহত করে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর জানান, ঘটনার পর রাতেই সামিয়েল মার্ডিকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

বীরগঞ্জে শাশুড়িকে কুপিয়ে হত্যা করলো জামাই

আপডেট সময় ০৬:৩৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত হয়েছে। এ সময় মাকে বাঁচাতে গিয়ে ভাই-বোন আহত হয়েছেন। বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া রামপাড়া গ্রামে শুক্রবার (২৩ মে) মধ্যরাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জামাই সামিয়েল মার্ডিকে (৩৮) আটক করেছে পুলিশ।

নিহত বাহা বেসরা (৫৫) উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া রামপাড়া গ্রামের মৃত বুদরা হাসদার স্ত্রী। আটক সামিয়েল মার্ডি একই এলাকার দক্ষিণ চাউলিয়া গ্রামের শনিরাম মার্ডির ছেলে।

আহতরা হলেন, সামিয়েল মার্ডির স্ত্রী মিনি হাসদা এবং একই এলাকার সুখন কিস্কুর ছেলে বিকাশ কিস্কু। তারা সম্পর্কে কাকাতো ভাই বোন।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সামিয়েল মার্ডির সঙ্গে স্ত্রী মিনি হাসদারের কলহ চলছিল। গত মাসে মিনি হাসদা বাবার বাড়ি চাউলিয়া রামপাড়া গ্রামে চলে আসলে ক্ষিপ্ত হয় সামিয়েল মার্ডি। এরই ধারাবাহিকতায় শুক্রবার গভীর রাতে শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ি বাহা বেসরাকে ছুরি দিয়ে কুপিয়ে আহত করে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। এ সময় স্ত্রী মিনি হাসদা এবং শ্যালক বিকাশ কিস্কু এগিয়ে আসলে তাদের কুপিয়ে আহত করে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর জানান, ঘটনার পর রাতেই সামিয়েল মার্ডিকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা হয়েছে।