ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

চুলের মুঠি গাছে বেঁধে এক নারীর অবিশ্বাস্য রেকর্ড

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০১:৪৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / ২৫২ বার পড়া হয়েছে

এক বিস্ময় বই বলা যায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডকে। এই প্রতিষ্ঠান মানুষের নানান কর্মকাণ্ডকে স্বীকৃতি দেয়। এখান থেকে পৃথিবীর মানুষ কত যে বিচিত্র তার একটি ধারণাও বোধ হয় পাওয়া যায়। এবার এক নারী অবিশ্বাস্য এক রেকর্ড গড়লেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রেডউড ন্যাশনাল অ্যান্ড স্টেট পার্কের মনোরম পরিবেশে, লেইলা নুন তার পনিটেল ধরে ২৫ মিনিট ১১.৩০ সেকেন্ড সময় কাটিয়ে চুলে ঝুলন্ত অবস্থায় সবচেয়ে বেশি সময় কাটানোর রেকর্ড করেছেন।

অর্থাৎ লেইলা তার চুলের মুঠিটি একটি দড়ির সাহায্যে গাছের ডালে বেঁধে দেন। এরপর পুরো শরীর ঝুলিয়ে রাখেন ২৫ মিনিট। নানান যোগাসনের ভঙ্গিও করেন এ সময় তিনি।

এক দশকেরও বেশি সময় ধরে অপ্রতিরোধ্য এক রেকর্ড ভেঙেছেন এই সার্কাস শিল্পী। ২০২৪ সালের জুনে লেইলা নুন এই চ্যালেঞ্জটি গ্রহণ করেন। তার আগে ২০১১ সালে সুথাকরণ শিবগন্নাথুরাই (অস্ট্রেলিয়া) এর করা ২৩ মিনিট ১৯ সেকেন্ডের রেকর্ড করেছিলেন। লেইলা নুন সেই রেকর্ড ভাঙলেন এক দশকেরও বেশি সময় পর।

৩৮ বছর বয়সী লেইলা তার প্রচেষ্টা চালানোর আগে দুই বছর প্রশিক্ষণ নিয়েছিলেন। তিনি একজন পেশাদার চুলের হ্যাঙ্গারও। যারা চুলের ঝুটি বা মুঠি দড়িতে বেঁধে উঁচু স্থান থেকে ঝুলে থাকেন এবং নানান অঙ্গভঙ্গি (নাচের মতো) করে থাকেন। এই বিশেষ খেলাটি সাধারণত সার্কাসে দেখা যায়। যারা এই শিল্প অনুশীলন করেন তাদের চুল বাঁধার জন্য প্রায়শই নিজস্ব বিশেষ এবং অনন্য পদ্ধতি থাকে। লেইলা সতর্ক করেছেন বাড়িতে এটি কেউ চেষ্টা করবেন না।

লেইলা যিনি বলেছিলেন যে তিনি প্রমাণ করতে চান যে মানুষ তাদের মনের শক্তি দিয়ে কী করতে পারে, তিনি অবিশ্বাস্য শক্তির প্রদর্শন করেছিলেন। তখন তার বন্ধুরা তাকে মৃদু গিটার সংগীত দিয়ে বিনোদন দিয়েছিল। বেশ দারুণ এক সময় কেটেছে পুরোটা দিন।

লেইলা আমেরিকান নিনজা ওয়ারিয়রেও অভিনয় করেছেন। তার সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার ফলোয়ার রয়েছে এবং প্রায়শই তিনি বিভিন্ন অ্যাক্রোবেটিক স্টান্ট করার, পা দিয়ে তীর-ধনুক চালানোর এবং অবশ্যই প্রচুর চুল ঝুলন্ত অবস্থায় তার অসাধারণ ছবি এবং ভিডিও শেয়ার করেন। যা তার অনুসারীরা ভীষণ পছন্দ করেন।

সূত্র: গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস

নিউজটি শেয়ার করুন

চুলের মুঠি গাছে বেঁধে এক নারীর অবিশ্বাস্য রেকর্ড

আপডেট সময় ০১:৪৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

এক বিস্ময় বই বলা যায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডকে। এই প্রতিষ্ঠান মানুষের নানান কর্মকাণ্ডকে স্বীকৃতি দেয়। এখান থেকে পৃথিবীর মানুষ কত যে বিচিত্র তার একটি ধারণাও বোধ হয় পাওয়া যায়। এবার এক নারী অবিশ্বাস্য এক রেকর্ড গড়লেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রেডউড ন্যাশনাল অ্যান্ড স্টেট পার্কের মনোরম পরিবেশে, লেইলা নুন তার পনিটেল ধরে ২৫ মিনিট ১১.৩০ সেকেন্ড সময় কাটিয়ে চুলে ঝুলন্ত অবস্থায় সবচেয়ে বেশি সময় কাটানোর রেকর্ড করেছেন।

অর্থাৎ লেইলা তার চুলের মুঠিটি একটি দড়ির সাহায্যে গাছের ডালে বেঁধে দেন। এরপর পুরো শরীর ঝুলিয়ে রাখেন ২৫ মিনিট। নানান যোগাসনের ভঙ্গিও করেন এ সময় তিনি।

এক দশকেরও বেশি সময় ধরে অপ্রতিরোধ্য এক রেকর্ড ভেঙেছেন এই সার্কাস শিল্পী। ২০২৪ সালের জুনে লেইলা নুন এই চ্যালেঞ্জটি গ্রহণ করেন। তার আগে ২০১১ সালে সুথাকরণ শিবগন্নাথুরাই (অস্ট্রেলিয়া) এর করা ২৩ মিনিট ১৯ সেকেন্ডের রেকর্ড করেছিলেন। লেইলা নুন সেই রেকর্ড ভাঙলেন এক দশকেরও বেশি সময় পর।

৩৮ বছর বয়সী লেইলা তার প্রচেষ্টা চালানোর আগে দুই বছর প্রশিক্ষণ নিয়েছিলেন। তিনি একজন পেশাদার চুলের হ্যাঙ্গারও। যারা চুলের ঝুটি বা মুঠি দড়িতে বেঁধে উঁচু স্থান থেকে ঝুলে থাকেন এবং নানান অঙ্গভঙ্গি (নাচের মতো) করে থাকেন। এই বিশেষ খেলাটি সাধারণত সার্কাসে দেখা যায়। যারা এই শিল্প অনুশীলন করেন তাদের চুল বাঁধার জন্য প্রায়শই নিজস্ব বিশেষ এবং অনন্য পদ্ধতি থাকে। লেইলা সতর্ক করেছেন বাড়িতে এটি কেউ চেষ্টা করবেন না।

লেইলা যিনি বলেছিলেন যে তিনি প্রমাণ করতে চান যে মানুষ তাদের মনের শক্তি দিয়ে কী করতে পারে, তিনি অবিশ্বাস্য শক্তির প্রদর্শন করেছিলেন। তখন তার বন্ধুরা তাকে মৃদু গিটার সংগীত দিয়ে বিনোদন দিয়েছিল। বেশ দারুণ এক সময় কেটেছে পুরোটা দিন।

লেইলা আমেরিকান নিনজা ওয়ারিয়রেও অভিনয় করেছেন। তার সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার ফলোয়ার রয়েছে এবং প্রায়শই তিনি বিভিন্ন অ্যাক্রোবেটিক স্টান্ট করার, পা দিয়ে তীর-ধনুক চালানোর এবং অবশ্যই প্রচুর চুল ঝুলন্ত অবস্থায় তার অসাধারণ ছবি এবং ভিডিও শেয়ার করেন। যা তার অনুসারীরা ভীষণ পছন্দ করেন।

সূত্র: গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস