ঝড়-বৃষ্টির সম্ভাবনা যেসব এলাকায়

- আপডেট সময় ০৪:৫৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট : দেশের দুটি অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় এ তথ্য দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, সর্বশেষ ৭২ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ বিরাজ করছে। এছাড়া দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বেশিরভাগ এলাকার আবহাওয়া শুষ্ক থাকলেও সিলেট বিভাগের কিছু স্থানে দমকা হাওয়া, বিদ্যুত্ঝলক বা বজ্রবৃষ্টি হতে পারে।
দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রাজশাহী, পাবনা, নওগাঁ, নীলফামারী, যশোর, ঢাকা, ফরিদপুর ও রাঙামাটি জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কয়েকদিন অব্যাহত থাকতে পারে।