ঈদে ৯৯৯-এ ৪১০২টি মারামারির কল!

- আপডেট সময় ০৫:০৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
- / ২৮৫ বার পড়া হয়েছে
ঈদ মানেই আনন্দ, মিলন আর উৎসব। কিন্তু ঈদুল আজহার ছুটির এই ক’টা দিনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ যেন রীতিমতো যুদ্ধের মাঠ! মাত্র ৯ দিনে—২ লাখ ২০ হাজারেরও বেশি কল! আর ৪ হাজার ১০২টি কলে শুধুই মারামারির অভিযোগ!
৫ জুন থেকে ১৩ জুন, জাতীয় জরুরি সেবার পরিসংখ্যান বলছে—মানুষ এখনও একটুতেই ক্ষিপ্ত হয়, এবং রাস্তাঘাট থেকে শুরু করে হাটবাজার—মারামারি যেন ঈদের নিত্যসঙ্গী!
৯৯৯-এর মুখপাত্র পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানিয়েছেন, ঈদে শুধুমাত্র পুলিশি সহায়তা নিয়েছেন ১৩ হাজার ৮৩১ জন। অ্যাম্বুলেন্স পেয়েছেন ৯৯৩ জন, ফায়ার সার্ভিসের সহায়তা নিয়েছেন ৭৯৫ জন।
এবারের ঈদে কলগুলোর বড় একটা অংশ এসেছে কোরবানির হাট থেকে। অভিযোগ ছিল— জোর করে গরু কেড়ে নেওয়া , চাঁদাবাজি, পশু অন্য হাটে নিয়ে যাওয়ার চেষ্টা , অজ্ঞান পার্টি ও মলম পার্টির দৌরাত্ম্য, শব্দদূষণ এবং বিশৃঙ্খলা।
এ ছাড়া ১২০০ জনের বেশি মানুষ অভিযোগ করেছেন—তাঁদের কোথাও আটকে রাখা হয়েছে বা জোরপূর্বক কিছু করা হয়েছে।