মালয়েশিয়ার রাজনীতিতে শোকের ছায়া, বিদায় নিলেন আব্দুল্লাহ

- আপডেট সময় ১২:৩৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
- / ৯ বার পড়া হয়েছে
মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমদ বাদাভী সোমবার কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রয়টার্সের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ৮৫ বছর বয়সে তিনি মারা যান।
‘পাকলাহ’ নামে পরিচিত এই বর্ষীয়ান রাজনীতিবিদ ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তার জামাতা এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী খাইরি জামালুদ্দিন এদিন এক ইনস্টাগ্রাম পোস্টে বাদাবির মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার সকালে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আব্দুল্লাহ।
ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট এক বিবৃতিতে জানিয়েছে, হাসপাতালে আনার সঙ্গে সঙ্গেই আব্দুল্লাহ আহমদকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছিল। তবে চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রাক্তন প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দীর্ঘ ২২ বছর শাসনের পর ২০০৩ সালে মাহাথির মোহাম্মদ পদত্যাগ করলে আব্দুল্লাহ আহমদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হন।