০৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

ধর্মীয় অনুভূতিতে আঘাত: পুরোহিত গ্রেপ্তার, উত্তপ্ত তাড়াশ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:২৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • / ৫ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের তাড়াশে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে এক মন্দিরের পুরোহিতকে গ্রেপ্তার করেছে পুলিশ। জয় কুমার ঘোষ (৩৫) নামে ওই পুরোহিতকে পাবনার ফরিদপুর উপজেলা থেকে আটক করা হয়।

ঘটনার সূত্রপাত রবিবার (১৩ এপ্রিল) রাতে, চৈত্রসংক্রান্তি পূজার সময় তাড়াশ মহাশ্মশানে মন্ত্রপাঠকালে তিনি হজরত মোহাম্মদ (সা.)-এর নামে কটূক্তি করেন বলে অভিযোগ। এ নিয়ে তৈরি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ও পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।

আব্দুল বারী নামে এক মুসল্লি মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। গ্রেপ্তারের পর জয় কুমারকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় মুসলিমরা এর প্রতিবাদে মিছিল করলেও প্রশাসনের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এখন বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ধর্মীয় অনুভূতিতে আঘাত: পুরোহিত গ্রেপ্তার, উত্তপ্ত তাড়াশ

আপডেট সময় ০৪:২৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

সিরাজগঞ্জের তাড়াশে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে এক মন্দিরের পুরোহিতকে গ্রেপ্তার করেছে পুলিশ। জয় কুমার ঘোষ (৩৫) নামে ওই পুরোহিতকে পাবনার ফরিদপুর উপজেলা থেকে আটক করা হয়।

ঘটনার সূত্রপাত রবিবার (১৩ এপ্রিল) রাতে, চৈত্রসংক্রান্তি পূজার সময় তাড়াশ মহাশ্মশানে মন্ত্রপাঠকালে তিনি হজরত মোহাম্মদ (সা.)-এর নামে কটূক্তি করেন বলে অভিযোগ। এ নিয়ে তৈরি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ও পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।

আব্দুল বারী নামে এক মুসল্লি মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। গ্রেপ্তারের পর জয় কুমারকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় মুসলিমরা এর প্রতিবাদে মিছিল করলেও প্রশাসনের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এখন বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে।