০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

‘ডন-৩’র নায়িকা কি তবে শর্বরী

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • / ৭ বার পড়া হয়েছে

‘ডন’ ছবির নতুন কিস্তিতে নায়ক হচ্ছেন রণবীর সিং। এরই মধ্যে সেখবর বলিউডপ্রেমীদের কাছে পৌঁছে গেছে। কিন্তু এর নায়িকা কে হচ্ছেন তা নিয়ে ছিল নানান জল্পনা-কল্পনা। অমিতাভ বচ্চন, শাহরুখ খান হয়ে শেষে ডন এসে পড়লো রণবীরের কাঁধে। কিন্তু প্রিয়াঙ্কা চোপড়ার উত্তরাধিকার হচ্ছেন কে!

শুরুতে জানা যায় ডন-৩ ছবিতে প্রধান নায়িকার ভূমিকায় থাকবেন দীপিকা পাড়ুকোন। পরে জানা গেল ছবিতে থাকবেন কিয়ারা আদভানি। তাদের নামগুলো বাতিল হলো কি না সেটা এখনও নিশ্চিত না হলেও অবশেষে এসেছে নতুন নাম। অনেক জল্পনা-কল্পনার পর জানা গেল নতুন একটি মুখ নেবেন তারা। সেও পুরোপুরি নতুন হলে চলবে না। তবে কি শর্বরীই হচ্ছেন ডন-৩-এর নায়িকা?

হ্যাঁ, আপাতত এটাই খবর। শর্বরী ওয়াঘকে দেখা যাবে ‘ডন-৩’তে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্র জানায়, শর্বরীকে ‘ডন-৩’ করার প্রস্তাব দিয়েছে প্রযোজনা সংস্থা। প্রস্তাব লুফে নিয়েছেন অভিনেত্রী। খবরটি জানিয়েছে প্রযোজনা সংস্থা সূত্র। ‘মুনিয়া’ ও ‘আলফার’ পর এবার ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হচ্ছেন শর্বরী।

বান্টি অউর বাবলি টু’তে নায়িকা হিসেবে অভিষেক হয় শর্বরীর। গত বছর থেকে দারুণ সময় যাচ্ছিলো তরুণ অভিনেত্রী শর্বরীর। শুধু ‘মুনিয়া’র বক্স অফিস সাফল্যই নয়, ছবিতে ‘তরস’ গানে শর্বরীর উষ্ণ উপস্থিতি দর্শকদের মনে লেগে আছে। ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া মহারাজ কিংবা সাম্প্রতিক ছবি বেদায় শর্বরীর অভিনয় প্রশংসিত হয়েছে। এই তিন ছবি বলিউডে পরিচিতি দিয়েছে শর্বরীকে।

শর্বরী মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী মনোহর জোশির নাতনি। ১৬ বছর বয়সে মডেলিংয়ের মধ্য দিয়ে তার ক্যারিয়ার শুরু হয়। কলেজে পড়াকালীন ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেশ ফেস প্রতিযোগিতায় বিজয়ী হন তিনি। নিজের অভিনয় দক্ষতা বাড়াতে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে থিয়েটারে বিভিন্ন কর্মশালায় যোগ দিতেন। কেক বানানো, কিবোর্ড বাজানো শিখেছেন। শিখেই যাচ্ছেন নানান রকম নাচ। এভাবে একের পর এক নতুন নতুন সব দক্ষতায় নিজেকে টইটম্বুর করে এগিয়ে রেখেছিলেন এই তরুণ অভিনেত্রী। ফলাফল পেতে শুরু করেছেন।

এ বছর মুক্তি পাবে শর্বরী অভিনীত আরও একটি নতুন ছবি ‘আলফা’। অ্যাকশন ঘরানার এই ছবিতে তিনি আলিয়া ভাট ও ববি দেওলের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন। তারপর রইলো আরও বড় চমক, ‘ডন ৩’। ডন ফ্র্যাঞ্চাইজিতে তার যুক্ত হওয়ার খবরে এখন শুভেচ্ছায় ভাসছেন শর্বরী ওয়াঘ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

‘ডন-৩’র নায়িকা কি তবে শর্বরী

আপডেট সময় ১২:৫১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

‘ডন’ ছবির নতুন কিস্তিতে নায়ক হচ্ছেন রণবীর সিং। এরই মধ্যে সেখবর বলিউডপ্রেমীদের কাছে পৌঁছে গেছে। কিন্তু এর নায়িকা কে হচ্ছেন তা নিয়ে ছিল নানান জল্পনা-কল্পনা। অমিতাভ বচ্চন, শাহরুখ খান হয়ে শেষে ডন এসে পড়লো রণবীরের কাঁধে। কিন্তু প্রিয়াঙ্কা চোপড়ার উত্তরাধিকার হচ্ছেন কে!

শুরুতে জানা যায় ডন-৩ ছবিতে প্রধান নায়িকার ভূমিকায় থাকবেন দীপিকা পাড়ুকোন। পরে জানা গেল ছবিতে থাকবেন কিয়ারা আদভানি। তাদের নামগুলো বাতিল হলো কি না সেটা এখনও নিশ্চিত না হলেও অবশেষে এসেছে নতুন নাম। অনেক জল্পনা-কল্পনার পর জানা গেল নতুন একটি মুখ নেবেন তারা। সেও পুরোপুরি নতুন হলে চলবে না। তবে কি শর্বরীই হচ্ছেন ডন-৩-এর নায়িকা?

হ্যাঁ, আপাতত এটাই খবর। শর্বরী ওয়াঘকে দেখা যাবে ‘ডন-৩’তে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্র জানায়, শর্বরীকে ‘ডন-৩’ করার প্রস্তাব দিয়েছে প্রযোজনা সংস্থা। প্রস্তাব লুফে নিয়েছেন অভিনেত্রী। খবরটি জানিয়েছে প্রযোজনা সংস্থা সূত্র। ‘মুনিয়া’ ও ‘আলফার’ পর এবার ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হচ্ছেন শর্বরী।

বান্টি অউর বাবলি টু’তে নায়িকা হিসেবে অভিষেক হয় শর্বরীর। গত বছর থেকে দারুণ সময় যাচ্ছিলো তরুণ অভিনেত্রী শর্বরীর। শুধু ‘মুনিয়া’র বক্স অফিস সাফল্যই নয়, ছবিতে ‘তরস’ গানে শর্বরীর উষ্ণ উপস্থিতি দর্শকদের মনে লেগে আছে। ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া মহারাজ কিংবা সাম্প্রতিক ছবি বেদায় শর্বরীর অভিনয় প্রশংসিত হয়েছে। এই তিন ছবি বলিউডে পরিচিতি দিয়েছে শর্বরীকে।

শর্বরী মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী মনোহর জোশির নাতনি। ১৬ বছর বয়সে মডেলিংয়ের মধ্য দিয়ে তার ক্যারিয়ার শুরু হয়। কলেজে পড়াকালীন ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেশ ফেস প্রতিযোগিতায় বিজয়ী হন তিনি। নিজের অভিনয় দক্ষতা বাড়াতে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে থিয়েটারে বিভিন্ন কর্মশালায় যোগ দিতেন। কেক বানানো, কিবোর্ড বাজানো শিখেছেন। শিখেই যাচ্ছেন নানান রকম নাচ। এভাবে একের পর এক নতুন নতুন সব দক্ষতায় নিজেকে টইটম্বুর করে এগিয়ে রেখেছিলেন এই তরুণ অভিনেত্রী। ফলাফল পেতে শুরু করেছেন।

এ বছর মুক্তি পাবে শর্বরী অভিনীত আরও একটি নতুন ছবি ‘আলফা’। অ্যাকশন ঘরানার এই ছবিতে তিনি আলিয়া ভাট ও ববি দেওলের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন। তারপর রইলো আরও বড় চমক, ‘ডন ৩’। ডন ফ্র্যাঞ্চাইজিতে তার যুক্ত হওয়ার খবরে এখন শুভেচ্ছায় ভাসছেন শর্বরী ওয়াঘ।