০৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

দামুড়হুদা সীমান্তে ১২ কেজি ২০০ গ্রাম ওজনের রুপার গয়না উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০১:৫৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • / ৯ বার পড়া হয়েছে

ভারত সীমান্তবর্তী চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামে অভিযান চালিয়ে রুপার গয়না উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত রুপার ওজন ১২ কেজি ২০০ গ্রাম।

শুক্রবার (১৮ এপ্রিল) রাতে জব্দ করা গয়নার আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ১৯ হাজার ৪৭০ টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, আমাদের কাছে আগে থেকেই তথ্য ছিল ভারত থেকে রুপার গয়না বাংলাদেশে পাচারের চেষ্টা চলছে। এরপরেই সীমান্তের মেইন পিলার ৯৩ এর নিকটবর্তী মুন্সিপুর সরদারপাড়ায় অবস্থান নেয় সুবেদার আবুল বাশারের নেতৃত্বে একটি সশস্ত্র টহল দল।

এ সময় একজন চোরাকারবারি ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। পরবর্তীতে সে টহল দলের উপস্থিতি টের পেয়ে একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে। এ সময় বিজিবি সদস্যরা তাকে ধাওয়া দিলেও ধরতে পারেনি।

পরে বিজিবি টহল দল স্কচটেপ দিয়ে মোড়ানো ২১টি প্যাকেট উদ্ধার করে। এতে ১২ কেজি ২০০ গ্রাম ওজনের ভারতে তৈরি রুপার গয়না পাওয়া যায়।

লে. কর্নেল নাজমুল হাসান জানান, এ ঘটনায় সুবেদার আবুল বাশার বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জব্দ করা রুপার গয়নাগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।

 

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দামুড়হুদা সীমান্তে ১২ কেজি ২০০ গ্রাম ওজনের রুপার গয়না উদ্ধার

আপডেট সময় ০১:৫৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

ভারত সীমান্তবর্তী চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামে অভিযান চালিয়ে রুপার গয়না উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত রুপার ওজন ১২ কেজি ২০০ গ্রাম।

শুক্রবার (১৮ এপ্রিল) রাতে জব্দ করা গয়নার আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ১৯ হাজার ৪৭০ টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, আমাদের কাছে আগে থেকেই তথ্য ছিল ভারত থেকে রুপার গয়না বাংলাদেশে পাচারের চেষ্টা চলছে। এরপরেই সীমান্তের মেইন পিলার ৯৩ এর নিকটবর্তী মুন্সিপুর সরদারপাড়ায় অবস্থান নেয় সুবেদার আবুল বাশারের নেতৃত্বে একটি সশস্ত্র টহল দল।

এ সময় একজন চোরাকারবারি ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। পরবর্তীতে সে টহল দলের উপস্থিতি টের পেয়ে একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে। এ সময় বিজিবি সদস্যরা তাকে ধাওয়া দিলেও ধরতে পারেনি।

পরে বিজিবি টহল দল স্কচটেপ দিয়ে মোড়ানো ২১টি প্যাকেট উদ্ধার করে। এতে ১২ কেজি ২০০ গ্রাম ওজনের ভারতে তৈরি রুপার গয়না পাওয়া যায়।

লে. কর্নেল নাজমুল হাসান জানান, এ ঘটনায় সুবেদার আবুল বাশার বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জব্দ করা রুপার গয়নাগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।