জাপানে বিনা খরচে কর্মসংস্থান: বেতন মাসে দুই লাখ টাকা

- আপডেট সময় ০৪:২৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
বিনা খরচে প্রশিক্ষণ নিয়ে জাপানে কাজ করার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা। মাসিক দুই লাখ টাকা বেতনের পাশাপাশি থাকবে বাসস্থান ও অন্যান্য সুবিধা। গত ১০ এপ্রিল বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জাপানের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
এই চুক্তির আওতায় বাংলাদেশি কর্মীরা বিনামূল্যে জাপানি ভাষা ও কারিগরি প্রশিক্ষণ পাবেন। প্রশিক্ষণ শেষে অভিবাসন খরচ ছাড়াই জাপানে কাজের সুযোগ দেওয়া হবে। কেয়ারগিভার, ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং, প্লাস্টিক মোল্ডিং, রড বাইন্ডিং, স্ক্যাফোল্ডিং, কার পেইন্টিং, ওয়েল্ডিং ও অটোমোবাইল মেকানিক সহ বিভিন্ন খাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।
প্রশিক্ষণের জন্য টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম (TITP) চালু করা হয়েছে। আগ্রহীরা ব্যুরো অব ম্যানপাওয়ার, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং (BMET)-এর ওয়েবসাইট [www.bmet.gov.bd] (http://www.bmet.gov.bd) অথবা JDS Program -এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
বিএমইটির জনসংযোগ কর্মকর্তা আজ সোমবার (২১ এপ্রিল) জানান, ইতোমধ্যেই অনেকেই প্রশিক্ষণের জন্য আবেদন করেছেন। জাপানে কর্মী পাঠানোর এই উদ্যোগ বাংলাদেশের জন্য বড় একটি সুযোগ তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।